যুক্তরাষ্ট্রের লেকসিটি খ্যাত মিশিগান রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দেশসেরা নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে এ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা পোস্টের মিশিগান প্রতিনিধি চিন্ময় আচার্য্য ও তোফায়েল রেজা সোহেল।

এতে মিশিগানের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেন— দৈনিক খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান, নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, এনটিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, বাংলা প্রেস ক্লাব মিশিগান ইউএসএ’র সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাহেদুল হক, দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মোতালিব মিয়া, কমিউনিটি অ্যাক্টভিস্ট নাজেল হুদা, চেয়ারম্যান সাফিক মিয়া, ওয়েলফেয়ার ট্রাস্টি মিজান মিয়া জসিম, বাংলাদেশ প্রতিদিনের মিশিগান প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি শাহেল আহমেদ, সমাজকর্মী শেবুল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ২০২১ সালে ১৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। একটি মিডিয়ার জন্য এক বছর মোটেও যথেষ্ট সময় নয়। কিন্তু সেই অসাধ্য হার মেনেছে ঢাকা পোস্টের কাছে। সত্য ও সাদা সাংবাদিকতার কারণেই অতি অল্প সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এছাড়া প্রবাসীদের সাফল্যগাঁথাসহ সমস্যা-সম্ভাবনার সিংহভাগ সংবাদ সবার আগে প্রকাশ করে প্রশংসা পাচ্ছে ঢাকা পোস্ট। আগামী দিনেও সত্যের পক্ষে চলবে ঢাকা পোস্ট। এটাই আমাদের প্রত্যাশা।

এসএসএইচ