ভাষা শহীদদের প্রতি বাংলাদেশি লেডিস ক্লাব ইউএই’র শ্রদ্ধা
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশি লেডিস ক্লাব ইউএই।
মাতৃভাষা দিবসের প্রথম কর্মসূচি হিসেবে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে দুবাই ও উত্তম আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন, এডমিন লিজা হোসেন, এডমিন লাবণ্য আদিল, মডারেটর পারভীন জলি, মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশুসহ আরও অনেকে।
এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস আজ ২১ ফেব্রুয়ারি (সোমবার) ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে বলে।
বিজ্ঞাপন
এদিন একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক অংশগ্রহণ করার কথা রয়েছে।
এমএইচএস