সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক। সফরসঙ্গীদের নিয়ে দুবাই থেকে ঢাকার পথে যাত্রা করেছেন তিনি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইট কৃষিমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার রাত ৯টায় এমিরেটস এয়ারলাইন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কৃষিমন্ত্রী।

রোব-সোম ও মঙ্গলবার এ তিন দিন আমিরাতের রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে ব্যস্ত সময় কাটান কৃষিমন্ত্রী।

এসএসএইচ