মালটায় আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মালটা আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মাল্টার একটি অভিজাত হলে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও প্রবাসীদের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাল্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওসার আমিন হাওলাদার। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালটা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এস বি দাশ।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি উপদেষ্টা বিপুল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক তপন ঘোষ, অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মিঠুন, দপ্তর সম্পাদক আমান উল্লাহ, অর্থ সম্পাদক আল আমিন, যুবলীগ নেতা দুর্জয়, সুনিল, উত্তম, ছাত্রলীগ নেতা জয়, খাইরুল, হৃদয়, মিরাজ খন্দকার, এম মিরাজ, সিমান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে একমাত্র বাঙালি জাতি। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে ভাষা শহীদদের স্মরণে। বক্তারা বলেন, ভাষা শহীদরা বিশ্বের বিস্ময় হয়ে থাকবে অনন্তকাল। পরে যৌথভাবে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বিজ্ঞাপন
এসএসএইচ