আমি রোজা রাখার পর যথাসময়ে ইফতার করতে ভুলে যাই। তারপর মাগরিবের ফরজ নামাজ আদায় করার পর ইফতারের কথা মনে পড়লে— আমি ইফতার করি। এভাবে বিলম্ব ইফতার কারণে কি আমার রোজা ভেঙে যাবে?

এর উত্তর হলো- না, বিলম্বে ইফতার করার কারণে আপনার রোজা ভঙ্গ হবে না। আপনার রোজা হয়ে যাবে। তবে উত্তম হলো- যথাসয়ে ইফতার করা। যথাসময়ে ইফতার করতে না পারলেও রোজার কোনো সমস্যা হবে না। (সূত্র: সহিহ বুখারি, হাদিস : ১৯৫৭; মুয়াত্তা মালেক, হাদিস : ১০১৩; আল-উম, ইমাম শাফেয়ি : ২/১০৬)

ইফতারের সময় দোয়া পড়া

ইফতারের সময় যে দোয়া পড়তে হয়— তা জেনে রাখলে ও পড়লে; সুন্নত পালন হয়। আল্লাহ তাআলা সওয়াব ও উত্তম প্রতিদান দান করবেন। দোয়াটি হলো-

আরবি :

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিজের মাধ্যমে ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

ইফতারের পরের দোয়া

«ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ»

উচ্চারণ : জাহাবাজ্-জামাউ, ওয়াব্ তাল্লাতিল উরুকু, ওয়া ছাবাতাল আজরু, ইনশাআল্লাহু তাআলা।

অর্থ : (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো। (আবু দাউদ, হাদিস : ২৩৫৭)