প্রতীকী ছবি

পোশাক-পরিচ্ছদ মানুষের মৌলিক চাহিদার অন্যতম অনুষঙ্গ। দেহ সজ্জিত করা এবং সতর (শরীর) আবৃত করার প্রয়োজনীয় মাধ্যম। তা ছাড়া এটি ব্যক্তিত্ব প্রকাশেরও অনন্য উপকরণ। 

কোরআন মাজিদের এক আয়াতে আল্লাহ তাআলা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। (সুরা: আরাফ, আয়াত: ২৬)

পোশাক পরার ক্ষেত্রে মানুষের মাঝে বৈচিত্র্য দেখা যায়। সবাই নিজ নিজ পছন্দ অনুযায়ী পোশাক পরে থাকেন। পোশাক পুরাতন হলে নতুন পোশাক কেনেন, নতুন পোশাক পরেন।

নতুন পোশাক পড়ার দোয়া বর্ণিত হয়েছে হাদিসে। এর পাশাপাশি অন্য কাউকে নতুন পোশাক পরতে দেখলেও হাদিসে একটি দোয়া পরার কথা বলা হয়েছে। দোয়াটি হলো-

আরবি :

الْبَسْ جَدِيدًا، وَعِشْ حَمِيدًا، وَمُتْ شَهِيدًا

উচ্চারণ : ইলবাস জাদীদান, অইশ হামীদান অ মুত শাহীদান।

অর্থ : নতুন কাপড় পরিধান কর, প্রশংসনীয়ভাবে জীবন কাটাও এবং শহীদ হয়ে মৃত্যুবরণ কর। (সহীহ ইবনে মাজাহ ২/২৭৫)

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে একটি সাদা জামা দেখে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার এ জামাটি কি নতুন; নাকি ধোয়ার ফলে এমন দেখাচ্ছে? তখন তিনি বললেন, ‘এটি বরং নতুন।’

তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (এভাবে প্রশংসা ও দোয়া করে) বললেন,


اِلْبِسْ جَدِيْدًا وَ عِشْ حَمِيْدًا وَ مُتْ شَهِيْدًا وَ بَرْزُقُكَ اللهُ تَعَالَى قُرَّةَ عَيْنٍ فِىْ الدُّنْيَا وَ الْاَخِرَةِ

উচ্চারণ : ইলবিস ঝাদিদান; ওয়া ইশ হামিদান; ওয়া মুত শাহিদান; ওয়া বারযুকুকাল্লাহু তাআলা কুর্রাতা আইনিন ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ।’

অর্থ : তুমি নতুন পোশাক পরিধান কর। প্রশংসিত অবস্থায় বেঁচে থাক। শহিদ হিসেবে মৃত্যুবরণ কর; আর আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া ও পরকালে চক্ষু শীতলকারী জিনিস দান করুন!

ওমর রাদিয়াল্লাহু আনহুও বললেন, হে আল্লাহর রাসুল! আপনার জন্যও একই দোয়া করছি।’ (বুখারি)

এনটি