প্রতীকী ছবি

সাইকেল থেকে পড়ে গিয়ে আমার হাতে প্রচন্ড যখম হয়। ডাক্তার তার উপর ব্যান্ডেজ করে দিয়েছে। ব্যান্ডেজ খোলা কষ্টসাধ্য হওয়ায় তার উপর মাসেহ করে নামাজ পড়ছিলাম। নামাজের মধ্যে হঠাৎ ব্যান্ডেজটি খুলে পড়ে যায়। সেই অবস্থায় নামাজ পূর্ণ করি।

আমার জানার বিষয় হল, আমার ওই নামাজ কি সহীহ হয়েছে? মাসেহ করা ব্যান্ডেজ ক্ষত ভাল হওয়ার আগে খুলে পড়লে কি অজুর কোনো ক্ষতি হয়?

এই প্রশ্নের উত্তরে আলেমরা বলেন, প্রশ্নোক্ত বর্ণনা থেকে বোঝা যাচ্ছে, আপনার ক্ষত ভাল হওয়ার আগেই ব্যান্ডেজটি খুলে গেছে। যদি এমনই হয়ে থাকে তাহলে আপনার অজু নষ্ট হয়নি এবং ওই নামাজ আদায় হয়ে গেছে। কেননা ক্ষত ভাল হওয়ার আগে কোনো কারণে ব্যান্ডেজ খুলে পড়লে অজু নষ্ট হয় না

তবে আলেমরা বলেন, যদি ক্ষতস্থান শুকিয়ে যাওয়ার পর খুলে যায় তাহলে মাসেহ বাতিল হয়ে যায়। নামাজ অবস্থায় এমনটি ঘটলে নামাজ ছেড়ে দিয়ে ব্যান্ডেজের স্থানটি ধুয়ে নিয়ে পুনরায় নামাজ পড়তে হবে।

(আলমাবসূত, সারাখসী ১/৭৪; বাদায়েউস সানায়ে ১/৯১; হালবাতুল মুজাল্লী ১/৩৪৭; আলইখতিয়ার ১/৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৫; শরহুল মুনইয়া, পৃ. ১১৬; মারাকিল ফালাহ, পৃ. ৭৩)

প্রশ্নটি করেছেন হাফিজুর রহমান - ঢাকা থেকে

ইসলাম ও জীবন ঘনিষ্ঠ বিষয়ে জানতে এবং ধর্ম সম্পর্কিত খবর, ছবি, ভিডিও পাঠান-
dhakapostislam@gmail.com

এনটি