ইবাদতের বসন্তকাল মাহে রমজানের শ্রেষ্ঠাংশ হচ্ছে শেষ দশক। মাহে রমজানের শেষ দশকের কোনো এক রাতে লাইলাতুল কদর আছে যা হাজার রাতের চেয়েও উত্তম। সে রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এজন্য এই শেষ দশকের আমল খুবই গুরুত্বপূর্ণ। 

ইবাদতে নিমগ্নতার মাধ্যমে এই সময় শবে কদর অন্বেষণ করা চাই। এ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে ইবাদতে মগ্ন থাকতেন। রাসুল সা. রাত্রিজাগরণ করতেন এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। আল্লাহ আমাদেরকেও সপরিবারে অধিক পরিমাণ ইবাদত করার তাওফিক দান করুন। এ সময়ের গুরুত্বপূর্ণ ১০টি সুন্নত আমল হলো-

১. রমাদানের সাধারণ আমলগুলো এই দশকে আরো বেশি গুরুত্বের সাথে সম্পাদন করা। 
২. ইতিকাফ করা। 

৩. ইবাদতের জন্য রাত্রিজাগরণ করা। 
৪. পরিবারের সদস্যদের রাত্রিজাগরণে উদ্বুদ্ধ করা। 

৫. কোমর বেঁধে ইবাদতে মশগুল হওয়া বা ইবাদতের জন্য সর্বাত্মক চেষ্টা করা।
৬. অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা। 

৭. প্রতি রাতে; বিশেষ করে বেজোড় রাতগুলোতে শবে কদরের আশায় ইবাদত করা। 
৮. শবে কদরের দোয়া পড়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। 

৯. ঈদের চাঁদ অনুসন্ধান করা ও চাঁদ দেখার দোয়া পড়া। 
১০. সাদকাতুল ফিতর আদায় করা।