ছবি : সংগৃহীত

চলতি বছরে এখন পর্যন্ত ২০০ মিলিয়নেরও বেশি মানুষ নামাজ আদায় করেছেন সৌদি আরবের মসজিদে নববীতে। হারামাইন শরিফাইন পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস এ তথ্য জানিয়েছেন।

শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস বলেছেন, চলতি হিজরি বছরের ১লা মহররম থেকে জিলকদের প্রথম দিন পর্যন্ত মসজিদে নববীতে ২০০ মিলিয়নেরও বেশি মানুষ নামাজ আদায় করেছেন।

আজেল ওয়েব সাইটের খবরে বলা হয়েছে, শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস বলেছেন, মসজিদে নববীর কর্তৃপক্ষ জিয়ারতকারী ও নামাজ আদায়কারীদের ইবাদত পালনের বিষয়টি সহজ করার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

তিনি বলেন, সৌদি সরকার হারামাইন শরিফাইন এবং জিয়ারতকারীদের সেবায় সবধরনের প্রয়োজন পূরণ করবেন।

প্রসঙ্গত, চলতি বছরের হজ মৌসুম চালু হয়ে গেছে। সামনের দিনগুলোতে মসজিদে নববীতে হজপালনকারীদের মাঝে ব্যাপক উপস্থিতি দেখা যাবে। বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো কোনও ধরনের সীমাবদ্ধতা ছাড়া হজ পালন করা হবে এবার।

এনটি