বিপদ থেকে রক্ষায় যে দোয়া পড়তে বললেন মাওলানা তারিক জামিল
ছবি : সংগৃহীত
বিপদ-আপদে যে-কেউ, যেকোনো সময় পড়তে পারেন। এই মুহূর্ত থেকে উদ্ধারে সবাই যথাসাধ্য চেষ্টা করেন। চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করা একজন মুসলমানের কতর্ব্য।
বিপদের মুহূর্তে এবং বিপদ থেকে উদ্ধারে একটি দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দায়ী আলেম মাওলানা তারিক জামিল। তিনি এই দোয়াটি পড়তে বলেছেন—
اَللَّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাঝ্আলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।
অর্থ : ‘হে আল্লাহ আমরা তোমাকে তাদের সামনে রাখলাম, তুমিই তাদের দমন কর। আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছেই আশ্রয় চাই।’
এই দোয়াটি সম্পর্কে হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো দল সম্পর্কে ভয় করতেন তখন এই দোয়াটি পড়তেন।(আবু দাউদ, মিশকাত)
মাওলানা তারিক জামিল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে বলেছেন, এই মুহূর্তে পাকিস্তানিদের প্রতি আহ্বান, সবাই আল্লাহ তায়ালার কাছে এই দোয়া পড়ুন—
اَللّٰهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ
তিনি আরও বলেছেন, ইনশাআল্লাহ পাকিস্তানের ওপর আমার আল্লাহ তায়ালা রহমত করবেন। সমস্ত পাকিস্তানির কাছে অনুরোধ, আপনারা আল্লাহ তায়ালার কাছে দেশের নিরাপত্তার জন্য দোয়া করুন।
প্রসঙ্গত, কয়েক দিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।
এনটি
বিজ্ঞাপন