রোগীর সেবা একটি গুরুত্বপূর্ণ মানবিক ইবাদত। রাসুল (সা.) রোগীর সেবা করতেন এবং অন্যকেও রোগীর সেবা করতে উৎসাহিত করতেন। একাধিক হাদিসে রোগীর প্রতি রাসুল (সা.)-এর সহমর্মিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। রোগীর সেবার ফজিলত সম্পর্কিত পাঁচটি হাদিস তুলে ধরা হলো—

১. রাসুল (সা.) বলেছেন, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটি—

১. সালামের জবাব দেওয়া, ২. হাঁচিদাতাকে (তার আলহামদু লিল্লাহ বলার জবাবে) রহমতের দোয়া করা, ৩. দাওয়াত কবুল করা, ৪. অসুস্থকে দেখতে যাওয়া এবং ৫. জানাযার সাথে গমন করা।(মুসলিম)।

২. রাসুল (সা.) বলেছেন, ক্ষুধার্থকে খাবার দিও, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেও। (বুখারি)

৩. নবীজি (সা.) চিকিৎসা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মহান আল্লাহ বার্ধক্য ছাড়া এমন কোন রোগ সৃষ্টি করেননি যার সাথে প্রতিষেধকেরও ব্যবস্থা করেননি (রোগও রেখেছেন, নিরাময়ের ব্যবস্থাও রেখেছেন)। (তিরমিজি)।

৪. আলী (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, কোনো মুসলমান অপর (অসুস্থ) মুসলমানকে সকালে দেখতে গেলে ৭০ হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। যদি সে সন্ধ্যাবেলা তাকে দেখতে যায়, তাহলে ৭০ হাজার ফেরেশতা ভোর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি করা হয়।’ -(তিরমিজি : ৯১১)।

৫. রাসুল (সা.) বলেছেন, তোমরা যখন কোনো রোগীর কাছে যাবে, তাকে সান্ত্বনা দেবে। (তিরমিজি)

এনটি