নামাজের সময়সূচি : ডিসেম্বর ২০২১

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। যে যেখানে থাকুক না কেন, সর্বাবস্থায় নামাজ আদায় প্রতিটি মুমিনের ওপর অত্যাবশক। কোনো  ব্যক্তি অসুস্থ হলে কিংবা জ্বলে-স্থলের কোথাও কোনো অবস্থায় থাকলে, তিনি যেভাবে সক্ষম সেভাবে নামাজ আদায় করবেন। এরপরও তার নামাজ আদায় রহিত হবে না।

শুধু তিন ব্যক্তির নামাজ সাময়িক রহিত হয়— অপ্রাপ্তবয়স্ক, মানসিক ভারসাম্যহীন ও ঘুমন্ত ব্যক্তি। নামাজের আবশ্যকতা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, ‘নামাজ মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা, আয়াত : ১০৩)

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি কখন শুরু হয়, তা নামাজী ব্যক্তিরা জানতে চান। তারা নামাজের সময়সূচি নিজেদের নখদর্পনে রাখতে চেষ্টা করেন। তাদের সুবিধার্থে ও ঢাকা পোস্টের পাঠকদের জন্য চলতি ডিসেম্বর (২০২১) মাসের নামাজের সময়সূচি দেওয়া হলো।

নামাজের সময়সূচি : দেখে রাখুন, নামাজের যত্ন নিন এবং প্রিয়জনদের কাছে শেয়ার করুন।