প্রতীকী ছবি

আমি শীতকালে চামড়ার মোজা পরিধান করি। আমার জানার বিষয় হলো- মোজার ওপর মাসেহের সময়সীমা কখন শুরু হয় এবং কখন শেষ হয়? বিষয়টিতে আমার সংশয় রয়েছে। তাই এর সমাধান জানতে চাই।

এই প্রশ্নের উত্তর হলো- অজু অবস্থায় মোজা পরার পর অজু ভঙ্গ হওয়ার সময় থেকে মোজার উপর মাসেহের সময় শুরু হয়। আর মোজার ওপর মাসাহের সময়সীমা মুকিমের জন্য এক দিন এক রাত (২৪ ঘণ্টা) এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত (৭২ ঘণ্টা)। আলী (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) মোজার উপর মাসেহের সময়সীমা নির্ধারণ করেছেন- মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। আর মুকিমের জন্য এক দিন এক রাত। (সহিহ মুসলিম, হাদিস : ২৭৬)

আরও পড়ুন : শরীরে কোনো কিছু লেগে থাকলে কি অজু হবে?

তথ্যসূত্র : কিতাবুল আছল ১/৭৩; আল-মাবসুত, সারাখসি : ১/৯৯; আল-মুহিতুল বুরহানি : ১/৩৫১; খুলাসাতুল ফাতাওয়া : ১/২৭; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ১০৭; আল-বাহরুর রায়েক : ১/২৯৮

প্রশ্নটি করেছেন : মুহাম্মাদ আব্দুল্লাহ, সাভার, ঢাকা