ছবি : সংগৃহীত

একদিন চুল ছাঁটার জন্য বাজারে যাই। সেলুন থেকে চুল ছেঁটে ফেরার পথে এক মসজিদে ইকামতের আওয়াজ শুনে জামাতে শরীক হই। অজু ছিল বিধায় দ্বিতীয়বার অজুর প্রয়োজন মনে করিনি। কিন্তু পরে সন্দেহ হলো যে, নামাজের আগে অজু করার সময় যেই চুলের উপর মাসেহ করেছিলাম তা তো নেই। চুল ছাঁটার দ্বারা আমার মাসেহ ভেঙ্গে গেল কি না, এ নিয়ে বেশ দ্বিধায় পড়ে আছি।

মুহতারামের কাছে জানতে চাই, চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর দ্বারা কি মাসেহ ভেঙে যায়? জানালে উপকৃত হব।

এই প্রশ্নের উত্তর হলো- অজু করার পর চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর দ্বারা মাসেহ বাতিল হয়ে যায় না। সুতরাং এক্ষেত্রে পুনরায় মাথা মাসেহ বা অজু করার প্রয়োজন নেই।

প্রখ্যাত মনীষী হাসান বসরি (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি অজু করার পর তার চুল বা নখ কাটলে তার উপর কোনো কিছু আবশ্যক নয়। (মুসান্নাফে ইবনে আবি শায়বাহ, হাদিস : ৫৭৬)

তথ্যসূত্র : কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ : ১/৭২; কিতাবুল আছল : ১/৩৬; আল-মাবসুত, সারাখসি : ১/৬৫; খুলাসাতুল ফাতাওয়া : ১/১৮; ফাতাওয়া বাজ্জাজিয়া : ১/১৩; আদ্দুররুল মুখতার : ১/১০১

প্রশ্নটি করেছেন : জাকির হুসাইন - দাউদকান্দি, কুমিল্লা

ঢাকা পোস্টের ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। বিষয়ভিত্তিক  প্রবন্ধ-নিবন্ধ এবং জীবনঘনিষ্ঠ প্রশ্ন পাঠাতে মেইল করুন : dhakapostislam@gmail.com