প্রতিবছরই বিশ্বব্যাপী ভ্যালেন্টাইনস উত্‍সব উদযাপন করা হয়। প্রেমিক-প্রেমিকারা নানাভাবে তাদের ভালোবাসার প্রকাশ করে তার প্রিয় মানুষটির কাছে। সেই ছবিও তারা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। 

এবার নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে একটি ভিডিও। 

যেখানে দেখা যায়, এক নারী তার স্বামীকে ভ্যালেন্টাইনস-এর সপ্তাহে চকলেট ও টেডি উপহারের পরিবর্তে ‘ভ্যালেন্টাইন’ রুটি উপহার দেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

রুটি দুটি দেখতে ছিল, একটি নিয়মিত সোনালি বাদামি রঙের রুটি, অন্যটি ছিল বীট দিয়ে তৈরি রুটি। 

সোনালি বাদামি রঙের রুটির মধ্যে দেখা যায় বীট দিয়ে তৈরি হার্ট সেপের রুটি। অন্যটিতে অর্থাত্‍ বীট দিয়ে তৈরি রুটির মধ্যে দেখা যায় হার্ট সেপের সোনালি বাদামি রঙের রুটি। 

প্রায়ই উপহারে দেখা যায়- চকলেট, টেডি কিন্তু এবার একেবারে অভিনব পদ্ধতিতে ভ্যালেন্টাইনস উত্‍সব উদযাপন করে ভাইরাল এ দম্পতি।

ভিডিওটিতে দেখা যায়, একটি প্লেটের মধ্যে দুটি রুটি ও সবজি দিয়ে তিনি তার স্বামীকে পরিবেশন করছেন। এবং খাবারটি পরিবেশনের সময় ওই নারীর চোখে মুখে ফুটে উঠে লজ্জার ছাপ। 

এই ভিডিওতে অনেকেই তাদের মন্তব্য প্রকাশ করেছেন। কেউ কেউ ওই নারীর সৃষ্টিশীলতা দেখে মুগ্ধ হয়েছেন। 

এমএসএ