পাওয়ারপ্লেতে লিটনকেও হারাল বাংলাদেশ
আগের ম্যাচেও শুরুতে উইকেট হারিয়েছিল বাংলাদেশ। লিটন দাসের ব্যাট সে ধাক্কাটা বুঝতেই দেয়নি বাংলাদেশকে। সে আভাসটা দ্বিতীয় ম্যাচেও মিলছিল। তবে ভালো শুরুর পর ফিরলেন তিনি। পাওয়ারপ্লেতেই দুই উইকেট হারিয়ে বসল স্বাগতিকরা।
মুনিম শাহরিয়ারকে হারানোর পর উইকেটে আসেন লিটন দাস। পরের ওভারে ফজল হক ফারুকির শুরুর দুই বলে রান পাননি লিটন। এরপর খানিকটা উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় দুজনের মধ্যে। পরের বলে দুই রান, এরপরই ছক্কা হাঁকিয়ে বসেন তিনি। ওভার শেষে রান রেটটা চার থেকে ছয়ে উঠে যায় বাংলাদেশের।
বিজ্ঞাপন
পরের ওভারে দুই বলে তিন রান তুলেছিলেন তিনি। তাতে ইঙ্গিত মিলছিল আরেকটা সাবলীল, অনিন্দ্যসুন্দর এক 'লিটন দাস শো' এর। তবে এরপরই ছন্দপতন। পঞ্চম ওভারের প্রথম বলে আজমাতউল্লাহর করা একটি লুজ বলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে বসেন তিনি। ক্যাচ তুলে দেন শারাফুদ্দিন আশরাফের হাতে। পাওয়ারপ্লে শেষের আগেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এনইউ
বিজ্ঞাপন