রডনি মার্শের মৃত্যুর শোক তখনো কাটিয়ে ওঠেনি ক্রিকেট বিশ্ব। ১২ ঘণ্টার ব্যবধানে আরো এক কিংবদন্তির বিদায়। সবকিছু স্তব্ধ করে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় মারা গেছেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার দুই সাবেক ক্রিকেটারকে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরুর আগে ১ মিনিটের নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল, মাঠ কর্মী, দর্শক, সাংবাদিকসহ মাঠে উপস্থিত সকলেই। আজ শনিবার দুপুর ২টা ৫৬ মিনিট থেকে ২টা ৫৭ মিনিট পর্যন্ত নীরবতা পালন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মার্শ। হার্ট অ্যাটাকের পর সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় তাকে। কদিন আগে কুইন্সল্যান্ড থেকে অ্যাডিলেডের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তখনো সংকটাপন্ন কিন্তু স্থিতিশীল অবস্থায় ছিলেন বলে জানান তার ছেলে পল। শুক্রবার অ্যাডিলেডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মার্শের। 

জীবন কত বিচিত্র! টুইটারে শেন ওয়ার্নের সবশেষ পোস্ট প্রয়াত রডনি মার্শের মৃত্যুর খবর জানিয়ে। টুইট করে শোক জানানো ওয়ার্নি ১২ ঘণ্টার ব্যবধান নিজেই পাড়ি জমান অজানার উদ্দেশে। 

ওয়ার্নের মারা যাওয়ার খবর প্রথম জানায় ফক্স ক্রিকেট। ফক্স জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে, তার হার্ট অ্যাটাক হয়েছিল।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে তিনি নিয়েছেন ৭০৮ উইকেট। ১৯৪ ওয়ানডেতে নিয়েছেন ২৯৩ উইকেট। তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে ১০০১ উইকেট নেওয়ার মাধ্যমে। ক্রিকেট ইতিহাসে ওয়ার্ন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তার আগে আছেন কেবল মুত্তিয়া মুরালিধরন।

টিআইএস/এনইউ/এটি