ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে সম্প্রতি বার্সেলোনার ভারপ্রাপ্ত সভাপতি কার্লোস টুস্কেটস বলেছিলেন, সে পরিস্থিতিতে পড়লে তিনি বিক্রিই করে দিতেন আর্জেন্টাইন তারকাকে। এর জবাবও পেয়েছেন কোচ রোনাল্ড কোম্যানের কাছ থেকে। এরপরই যেন সুরবদল করলেন বার্সা-প্রধান, বললেন প্রয়োজনে কোচকে নিজের মন্তব্য বোঝাতেও প্রস্তুত তিনি।

গেলো গ্রীষ্মকালীন দলবদলে বোর্ডের সঙ্গে মতবিরোধ হওয়ায় ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। প্রতি বছর জুন মাসের আগে ক্লাবকে জানিয়ে দিলে মৌসুম শেষে বিনামূল্যে ক্লাব ছাড়তে বাঁধা নেই তার, ছয়বারের ব্যালন ডি অরজয়ী মূলত চুক্তির এ ধারাকে কার্যকর করেই মূলত যেতে চেয়েছিলেন।

তবে টুস্কেটস তার আগের সাক্ষাতকারে বলেছিলেন, এমন পরিস্থিতিতে পড়লে তিনি বেচেই দিতেন মেসিকে! এমন বক্তব্যের প্রেক্ষিতে বার্সা কোচ কোম্যান সম্প্রতি বলেন, ‘ক্লাবের বাইরে কে কী বলছে তা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। তবে ক্লাবের ভেতরের কেউ যখন কিছু বলে, তখনও তা আমাদের সাহায্য করে না, কারণ তা দলকে অশান্ত করে তোলে।’

এরপর সম্প্রতি রেডিও কাতালুনিয়াকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, তার উদ্দেশ্য ছিলো কেবলমাত্র অর্থনৈতিক দিকটা বোঝানোই। তিনি বলেন, ‘আমি বলিনি যে আমি মেসিকে বিক্রি করে দেবো। আমি বলেছিলাম, তার চলে যাওয়াটা অর্থনৈতিকভাবে ক্লাবের জন্যে উপকারী হতো।’

বার্সেলোনা থেকে ফি বছর ৫২ মিলিয়ন ইউরো পেয়ে থাকেন মেসি। করোনাকালে দুইবার বেতন হ্রাসের পরও কাতালান ক্লাবটির জন্যে যা দেয়া কষ্টকর হয়ে পড়ছে। টুস্কেটস জানালেন, এ কারণেই মেসি চলে গেলেই উপকৃত হতো বার্সা! বললেন, ‘তাকে ছাড়াই ভালো থাকবো আমরা। কারণ তার বেতন বিশ্বে সর্বোচ্চ, এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। কিন্তু আমি কেউ নই, সিদ্ধান্তটা একান্তই তার। এ কারণে ব্যবস্থাপনা বোর্ডের এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই।’

এ দৃষ্টিকোণ থেকে করা মন্তব্যটিই রীতিমতো তোপের মুখে ফেলে দিয়েছে টুস্কেটসকে। তবে বার্সার সভাপতি জানালেন, প্রয়োজনে কোচ কোম্যানকে নিজে গিয়ে বোঝাবেন তিনি। বললেন, ‘যদি প্রয়োজন পড়ে, তাহলে আমি নিজে কোম্যানকে বলবো তিনি আমাকে, আমার করা মন্তব্যকে ভুল বুঝেছেন। আমি নেহায়েত হিসেব কষছিলাম।’

তবে টুস্কেটসের মতে, বার্সেলোনা কেবলই মেসি-নির্ভর নয়। তিনি বলেন, ‘মেসি যা যোগ করে আমাদের খেলায়, তাতে সে অর্থটা যুক্তিযুক্ত। কিন্তু বার্সেলোনা কেবল মেসির উপরই নির্ভর করে না।’

এনইউ