ক্লাব নটরডেমিয়ান্স স্পোর্টস শুরু শুক্রবার
শুক্রবার থেকে দেশের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্লাটফর্ম ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজন করতে যাচ্ছে সিএবিএল স্পোর্টস টুর্নামেন্ট ২০২২।
ক্লাবের স্পোর্টস এন্ড এমিউজমেন্ট সেক্রেটারি খালেদ বিন সালাদ জানান, এ বছর টেবিল টেনিস এবং বিলিয়ার্ড দু’টি খেলায় ক্লাবের বিভিন্ন ব্যাচের প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করছে। সপ্তাহব্যাপী টুর্নামেন্টটি আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে শেষ হবে। ক্লাবের সদস্যদের মধ্যে পারষ্পরিক সৌহার্দপূর্ণ যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যেই এ ধরনের সুস্থ বিনোদনের আয়োজন।
বিজ্ঞাপন
শুক্রবার সন্ধ্যা ৬টায় ক্লাব নটরডেমিয়ানের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) রেফায়েত উল্লাহ আনুষ্ঠানিকভাবে স্পোর্টস টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় পরিচালনা পর্ষদ, অন্যান্য সিনিয়র প্রতিনিধি এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত থাকবেন।
এ বছর টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইনফ্রা রেড কমিউনিকেশন (আইআরসি) অ্যাকফিনট্যাক্স এবং ডাস্টার।
বিজ্ঞাপন