বার্মিংহাম কমনওয়েলথ গেমসে আজ বাংলাদেশের আকর্ষণ ছিল সাফে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের ইভেন্টের উপর। ৬৪ কেজি ওজন শ্রেণিতে তিনি অংশ নিয়েছেন। বাংলাদেশের এই ভারত্তোলক ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৮১ কেজি ওজন তুলেছেন। এই ওজন শ্রেণিতে অংশ নেওয়া ১২ জনের মধ্যে অষ্টম হয়েছেন গত দুই সাফে স্বর্ণজেতা এই ভারোত্তোলক। 

মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। এদিন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান বার্মিংহাম সময় সকাল ১০টা ৪০ মিনিটে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন। 

গত মাসে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইমরান প্রথম হিট থেকে উতরে পরের হিটে জায়গা করে নেন। তার সেরা ১০.৫০ টাইমিং কমিয়ে ১০.৪৭ করেন। ফলে তাকে নিয়ে কমনওয়েলথ গেমসে আশা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রীড়া সংশ্লিষ্টরা পদকের চেয়ে ইমরান সেমিফাইনালে খেলবে এমনটাই বেশি প্রত্যাশা করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জিমন্যাস্টিক্সের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে পদকজয়ীদের গলায় পদক জড়িয়ে দেন।

এজেড/