উইকেটের খোঁজে ভারত, ফিকে হয়ে আসছে ফাইনালের আশা
ভারতের ১৬৮ রানের ইনিংসকে আমলেই নিচ্ছে না ইংল্যান্ড। শুরু থেকে উইকেটের জন্য হন্যে হয়ে থাকলেও কোনো চান্সই দেওয়া হচ্ছে না সামি-অশ্বিনদের। সবশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৯৮ রান। হেলস ৩২ বলে ৫৭ রান এবং বাটলার ২৮ বলে ৩৭ রানে ব্যাট করছেন।
টি-টোয়েন্টি বিশ্বাকপের ফাইনালে টিকিট পেতে মরিয়া দুই দলই। জস বাটলার ও হেলসের তাণ্ডবে সেই আশা অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে ভারতের। এখনই রোহিতদের কপালে ভাঁজ দেখা যাচ্ছে। অন্যদিকে দর্শক গ্যালারিতে ইংলিশ সমর্থকদের জয়ের উল্লাস শুরু হয়ে গেছে।
বিজ্ঞাপন
এর আগে প্রথমে ব্যাট করে ভারত তোলে ২০ ওভারে ১৬৮ রান।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান করে। ধীরে ধীরে রানের গতি বাড়ান বিরাট কোহলি-রোহিত শর্মা। তবে তাতে ৬ ওভারে ৩৮ রানের বেশি করতে পারেনি ভারতীয়রা।
বিজ্ঞাপন
দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রোহিত। ভারতের অধিনায়ককে ফিরিয়ে সে জুটি ভাঙেন ক্রিস জর্ডান। বড় স্কোর করতে পারেননি সুর্যকুমার যাদবও। ১০ বলে ১৪ রান করে ফিরেছেন আদিল রশিদের বলে।
চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় জুটি গড়েন কোহলি। ৩৯ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলে আউট হন ডানহাতি তারকা এ ব্যাটার। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তার ৩৩ বলে ৬৩ রানের ইনিংসে ১৬৮ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত।
এসএম