ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে থাকতেই ম্যান ইন ব্লুদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

ঢাকার মিরপুর শেরে বাংলায় টানা দুই ম্যাচ জয়ের পর আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার। এ ম্যাচকে সামনে রেখে শুক্রবার অনুশীলনে কঠোর ঘাম ঝড়িয়েছে ভারত। এখন তাদের ইচ্ছা সিরিজের শেষ ম্যাচটিতে জয় তুলে নেওয়া। সাগরিকায় দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর।

সংবাদ সম্মেলনে এ স্পিনার বলেছেন, ‘অবশ্যই, আমরা জিততে চাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। কিছু ব্যাপার আমাদের করতে হবে। প্রসেসে মনোযোগ দেব…ম্যাচটা জিতে ওয়ানডে সিরিজটা ভালোভাবে শেষ করতে চাই।'

চলতি সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ম্যাচ হাত ছাড়া হয়েছে ভারতের। এ নিয়ে স্পিন অলরাউন্ডার  সুন্দর বলেছেন, ‘সত্যি বলতে দুই ম্যাচেই আমাদের সুযোগ ছিল। প্রথম ম্যাচে ৫০ রানের মতো দরকার ছিল তাদের, হাতে এক উইকেট। আমাদের ভালো সুযোগ ছিল, শেষ ম্যাচেও। প্রথম ইনিংসে ৭০ রানে (আসলে ৬৯) তারা ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর শ্রেয়াস ও অক্ষর যেভাবে ব্যাট করেছিল, আমরা ভেবেছিলাম জিতে যাব। এরপর রোহিত যে ইনিংস খেলেছে, অবিশ্বাস্য। হ্যাঁ, আমাদের সুযোগ ছিল। কেবল ক্রিটিকাল মোমেন্ট জেতা ও এক দুইটা ব্যাপার ঠিকভাবে করতে হতো।’

তিনি আরও বলেছেন, ‘ভালো ব্র্যান্ড অব ক্রিকেট খেলতে চাই। আমি নিশ্চিত সময়ের সঙ্গে আমরা ভালো খেলব।'

অপরদিকে ঘরের মাঠে সিরিজ জেতায় বাংলাদেশের প্রশংসা করেছেন সুন্দর। তিনি বলেছেন, ‘সত্যি বলতে বাংলাদেশ বড় দল, বিশেষ করে ঘরের মাঠে। রেকর্ডও তাই বলে। আমার মনে হয় তারা কেবল ইংল্যান্ডের বিপক্ষেই একটা সিরিজ হেরেছে। তারা ঘরের মাঠে খুব খুব সফল। এখানে (বাংলাদেশে) আসার আগেই বুঝতে পেরেছিলাম তাদের পক্ষ থেকে কি আসতে পারে।’

এসএইচ/এমটিআই