ঐতিহ্যের আবাহনী-মোহামেডান দ্বৈরথ বৃহস্পতিবার
একটা সময় আলো কাড়তো এই লড়াই। থেমে যেত পথ ঘাট। চারপাশে কান পাতলেই শোনা যেত সাদা কালো আর আকাশীদের আভিজাত্যের লড়াইয়ের আলোচনা। সেই দিন ফুরিয়েছে বহু আগে। এখন নেই সেসবের কিছুই।
তবুও আবাহনী মোহামেডান লড়াই বলে কথা। কারো কারো মনে এখনো সোনালি স্মৃতি মনে করে একটু আফসোস হয়। দেশের ফুটবল কিংবা ওই দ্বৈরথের উত্তেজনা কমে যাওয়ায়। তেমনই একটি সোনালি অতীত অথচ বিবর্ণ বর্তমানের লড়াই বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখা যাবে বৃহস্পতিবার।
বিজ্ঞাপন
ফেডারেশন কাপের তৃতীয় দিনে মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও মোহামেডান। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় মাঠে গড়াবে এই ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
এবার ফেডারেশন কাপে দেশের দুই ঐতিহ্যবাহী দল ‘ডি’ গ্রুপে পড়েছে। ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন শিরোপা খরায় ভুগছে মোহামেডান। আবাহানীর বিপক্ষে লড়াইয়ের আগে দলটির কোচ জানিয়েছেন তাদের হারানোর ক্ষমতা আছে যে কাউকে।
বিজ্ঞাপন
সাদা-কালো শিবিরের বৃটিশ কোচ শেন লী এই ম্যাচ নিয়ে বলেন,‘আমরা একটা একটা ম্যাচ করে এগিয়ে যেতে চাই। আবাহনী নিঃসন্দেহে ভালো দল, তবে আমরা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি।’
আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোসের কণ্ঠ আরও বেশি দৃঢ়প্রত্যয়ী। মোহামেডানকে হারিয়েই নিজেদের ফেডারেশন কাপ মিশন শুরু করতে চান তিনি, ‘মোহামেডানকে হারিয়েই আমরা ফেডারেশন কাপ যাত্রা শুরু করতে চাই। মোহামেডান গত মৌসুমে ভালোই খেলছিল, এই মৌসুমে হয়তো তারা আরো বেশি সুসংগঠিত।’
নিজ দলকেও ভারসম্যপূর্ণ মনে করেন মারিও,‘আমার দলের নির্দিষ্ট কোনো বিভাগকে আমি এগিয়ে রাখব না। সব বিভাগই সমান গুরুত্বপূর্ণ। আমার দল ভারসাম্যপূর্ণ।’
মোহামেডানের কোচ আরও বলেন, ‘ফুটবলপ্রেমীদের জন্য মৌসুমের শুরুতেই দারুণ ম্যাচ। আমার দল ভালো ম্যাচ উপহার দিতে প্রস্তুত রয়েছে।’
আবাহনী-মোহামেডান ম্যাচের আগের দিন অবশ্য মোহামেডানের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। এশিয়ান ফুটবল কনেফডারেশন লাইসেন্সিংয়ে বাদ পড়েছে ঐতিহ্যবাহী দলটি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বৃটিশ কোচ,‘আমরা সব নিয়ম কানুন মেনে কাগজপত্র জমা দিয়েছি। এরপরও কেন আমরা এএফসি লাইসেন্সিং পেলাম না, কারণ বোধগম্য নয়।’
মোহামেডান গত বছর এএফসির লাইসেন্সিংয়ে ছিল, এজন্যই শেনের বিস্ময়তা বেশি। এবার বাংলাদেশ থেকে এএফসি লাইসেন্সিং পেয়েছে ঢাকা আবাহনী, সাইফ স্পোর্টিং,বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।
এজেড/ এমএইচ