যুব গেমসের পঞ্চম দিনে জিতলেন যারা
শেখ রাসেল যুব গেমসের আজকের দিনে কুস্তিতে রংপুর ও বক্সিংয়ে স্বর্ণ জিতেছে রাজশাহী। আজ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত তিনটি ইভেন্টের মধ্যে দুটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছে তারা। তরুণীদের ৩৬-৪০ ওজন শ্রেণীতে রংপুরের দিপ্তী রায় স্বর্ণ, খুলনার সোহেলা খাতুন রুপা এবং চট্টগ্রামের ফাইমুই চিং মারমা ও রংপুরের বৃষ্টি চক্রবর্তী ব্রোঞ্জ জিতে নেন।
ভার উত্তোলন : তরুণদের ৪১-৪৫ কেজিতে রাজশাহীর সিফাতুল্লাহ স্বর্ণ জিতেছেন। এছাড়া ব্রোঞ্জ জিতেছেন খুলনার আরিফুল ইসলাম রুপা এবং চট্টগ্রামের আমিনুর রহমান ও রংপুরের আকাশ রহমান। তরুণদের ৪৮ কেজিতে রংপুরের মহেশ্বর চন্দ্র স্বর্ণ, খুলনার হাসান শিকদার রুপা এবং খুলনার রাকিব ও ঢাকার আরিফুল ইসলাম ব্রোঞ্জ জিতেন।
বিজ্ঞাপন
বক্সিং : যুব গেমসের বক্সিং ডিসিপ্লিনে সেরা হয়েছে রাজশাহী বিভাগ। তারা পাঁচটি করে স্বর্ণ ও রুপা জিতেছে। খুলনা তিনটি করে স্বর্ণ ও রুপা জিতে দ্বিতীয় এবং ঢাকা দুটি স্বর্ণ ও একটি রুপা পেয়েছে। বৃহস্পতিবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনসারের মহাপরিচালক ও ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল একেএম আমিনুল হক।
অ্যাথলেটিক্স : যুব গেমসের অ্যাথলেটিক্স ট্র্যাকে ঝড় তুলছেন খুলনার অ্যাথলেটরা। তরুণীদের শটপুটে খুলনার জয়ীতা স্বর্ণ, রংপুরের মারিয়া শেখ রুপা ও চট্টগ্রামের তানজিনা আক্তার ব্রোঞ্জ জিতেন। তরুণদের লংজাম্পে খুলনার মনিরুল মোল্লা স্বর্ণ, একই বিভাগের ইফতে হোসেন রুপা ও রংপুরের আশরাফুল হক ব্রোঞ্জ জিতে নেন। তরুণদের ১৫০০ মিটার দৌঁড়ে ময়মনসিংহের আসলাম শিকদার স্বর্ণ, খুলনার সিয়াম হোসেন রুপা ও ঢাকার শাহাদাত হোসেন ব্রোঞ্জ জিতেছেন। তরুণীদের এই ইভেন্টে খুলনার নুপুর কর্মকার স্বর্ণ, রংপুরের সুস্মিতা বর্মন রুপা ও খুলনার শায়লা খানম জিতেন ব্রোঞ্জ।
বিজ্ঞাপন
টিটি : যুব গেমসের টেবিল টেনিসের তরুণ-তরুণী দ্বৈত বিভাগে সেরা হয়েছে চট্টগ্রাম বিভাগ। বৃহস্পতিবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুণী বিভাগের ফাইনালে চট্টগ্রামের খই খই মারমা ও ঐশী রহমান জুটি ৩-০ গেমে খুলনার লক্ষী দে ও আনিকা বসু জুটিকে হারিয়ে স্বর্ণপদক জিতেন। এই বিভাগের ব্রোঞ্জ জিতে রংপুর ও রাজশাহী। অন্যদিকে তরুণ বিভাগের ফাইনালে চট্টগ্রামের নাফিস ইকবাল ও জয় ইসলাম জুটি ৩-১ গেমে রাজশাহীর হাসিবুর রহমান ও প্রমিত ক্ষিসা জুটিকে হারিয়ে স্বর্ণ জিতেন। এই বিভাগে ঢাকা ও খুলনা ব্রোঞ্জপদক জিতে নেয়।
কাবাডি : যুব গেমস কাবাডির তরুণ বিভাগে ঢাকা বিভাগ এবং তরুণী বিভাগে খুলনা বিভাগ স্বর্ণপদক জিতেছে। বৃহস্পতিবার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুণ বিভাগের ফাইনালে ঢাকা ৩০-২৪ পয়েন্টে সিলেট বিভাগকে হারিয়ে স্বর্ণ জিতে। এই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে চট্টগ্রাম ও রাজশাহী। অন্যদিকে তরুণী বিভাগে খুলনা ২৬-১৬ পয়েন্টে বরিশালকে হারিয়ে স্বর্ণপদক জিতে। ব্রোঞ্জ জিতেছে চট্টগ্রাম ও ময়মনসিংহ। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি।
এএইচএস