আগারকার নয়, ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা
ছবি : সংগৃহীত
আগামী তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মনোনীত করা হয়েছে সাবেক ভারতীয় পেসার চেতন শর্মাকে। গুঞ্জন ছিল এই দায়িত্বে দেখা যাবে অজিত আগারকারকে। তবে এবারের মতো তাকে হতাশই হতে হচ্ছে।
আগের বারের প্রধান নির্বাচক সুনীল যোশি এবারের কমিটিতেও আছেন। তবে বেশি টেস্ট খেলার কারণে চেতন শর্মাকে বেছে নেয়া হয়েছে প্রধান নির্বাচক হিসেবে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ৮৯ তম সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞাপন
অজিত ও চেতনের মধ্যে বেশ ভালো লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত সাবেক অলরাউন্ডার মদন লালের নেতৃত্বাধীন পরামর্শ কমিটির সুপারিশে চেতন শর্মাকেই বেছে নিয়েছে বিসিসিআই।
দায়িত্ব পাওয়ার পর চেতন বলেন, ‘ভারতীয় ক্রিকেটকে আবার সেবা করার সুযোগ পাওয়া অনেক বড় সম্মান। আমি কম কথার মানুষ, মুখের কথার চেয়ে আমার কাজই জোর আওয়াজ তুলবে। বিসিসিআইকে ধন্যবাদ সুযোগটি দেয়ার জন্য।’
বিজ্ঞাপন
ভারতের নির্বাচক কমিটিতে জায়গা পেতে হলে অন্তত ৭ টেস্ট বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ অথবা ১০ ওয়ানডে ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হয়। পাঁচ বছর হতে হয় অবসরের মেয়াদ। এছাড়া বয়সও থাকতে হয় ৬০ এর কম।
এমএইচ