ছবি-সংগৃহীত

একমাত্র টেস্টের পর এবার ওয়ানডে মিশনে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হয়েছে দুপুর ২টায়।

বৃষ্টি আইনে জিতল আফগানিস্তান

বৃষ্টি আইনে আগেই বাংলাদেশের চেয়ে ১৭ রানে এগিয়ে ছিল আফগানিস্তান। পরবর্তীতে নির্ধারিত সময় ১০.৩৫ মিনিটে খেলা শুরু না হওয়ায় ওই রানের ব্যবধানেই সফরকারীরা জয় পেয়েছে। 

বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে আফগানিস্তান। 

বাংলাদেশের শঙ্কা বাড়িয়ে নামল বৃষ্টি

ওয়ানডে সিরিজের আগে থেকেই বৃষ্টির আভাস ছিল চট্টগ্রামে। এমনকি তিন ম্যাচের দিনই শঙ্কা আছে বৃষ্টির। যা সিরিজের প্রথম ম্যাচের খেলায় তৃতীয় দফা ব্যাঘাত ঘটিয়েছে। ২১.৪ ওভারে আফগানিস্তান ৮৩ রান তুলতেই ফের আকাশের কান্না! এখন পর্যন্ত সফরকারীরা হারিয়েছে ২ উইকেট।

বৃষ্টির হওয়ার সময়ের ওপর ভিত্তি করে আবারও কমতে পারে ম্যাচের গণ্ডি। বৃষ্টি আইনে তাদের বর্তমানে প্রয়োজন ছিল ৬৬ রান, তবে তাদের সংগ্রহ তারও বেশি। ফলে বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে না গড়ালে জিতে যাবে আফগানিস্তান।

আফগান শিবিরে দ্বিতীয় আঘাত তাসকিনের

উইকেটশূন্য অবস্থায় আফগানিস্তানের দলীয় অর্ধশতকের পর প্রথম ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। তার পথ ধরে এবার দ্বিতীয় আঘাত হেনেছেন পেসার তাসকিন আহমেদ। রহমত শাহ ক্রিজে নেমে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করছিলেন। আগের ওভারেই তিনি দারুণ শটে চার হাঁকান হাসান মাহমুদের বলে। এরপর তাসকিনের বলেও শট খেলতে গিয়ে স্লিপে থাকা লিটন দাসের তালুবন্দী হয়েছেন তিনি। রহমত ফিরেছেন মাত্র ৮ রান করে।

সাকিবের প্রথম ব্রেক-থ্রু, ফিরলেন গুরবাজ

আঁটসাঁট শুরুর পর নিরাপদেই সহজ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল আফগানিস্তান। দুই ওপেনারের জুটিতে তারা দলীয় ফিফটি পূর্ণ করে। আগে থেকে দুজনকে ভোগাচ্ছিলেন সাকিব আল হাসান। অবশেষে তিনি সফল হয়েছেন। সামনে এগিয়ে লেগ স্কয়ারে খেলতে গিয়ে রহমানউল্লাহ গুরবাজ নাজমুল শান্ত’র তালুবন্দী হয়েছেন। ৪৫ বলে করেছেন ২২ রান।

ক্রিজে ৩১ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার ইব্রাহীম জাদরান। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৮.৩ ওভারে এক উইকেটে ৬৩ রান।

হৃদয়ের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৬৯

তাওহীদ হৃদয়ের ৫১ রানের সুবাদে আফগানিস্তানকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৪৩ ওভারে তামিম ইকবালের দল ৯ উইকেট হারিয়ে সান্ত্বনার এই পুঁজি সংগ্রহ করেছে। তবে ডিএলএস মেথড অনুযায়ী আফগানিস্তানের লক্ষ্য ১৬৪ রান।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন পেসার ফজলহক ফারুকী। এছাড়া স্পিন অলরাউন্ডার রশিদ খান ও মুজিব-উর রহমান দুটি করে উইকেট পেয়েছেন।

অর্ধশতক করে হৃদয়ের বিদায়

ইনিংসের ৪১তম ওভারে এসে অর্ধশতকের দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়। তবে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করে অবশ্য আর ক্রিজে দাঁড়াতে পারেননি ডানহাতি এই ব্যাটার। পেসার ফজলহক ফারুকীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫১ রানের মাথায়।

খেলা শুরু, বৃষ্টিতে কমেছে ওভার

দুই দফায় বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টার মতো ম্যাচের সময় নষ্ট হয়েছে। এতে নির্ধারিত ম্যাচের গণ্ডি কমিয়ে আনা হয়েছে ৪৩ ওভারে। বৃষ্টি শেষ হওয়ায় ফের মাঠে গড়িয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম ওয়ানডে।

ম্যাচের সঙ্গে কমানো হয়েছে ব্যক্তিগত ওভারের সংখ্যাও। প্রতি দলের তিনজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করে করতে পারবেন। এছাড়া দুজন বোলার করবেন ৮ ওভার করে।

থেমেছে বৃষ্টি, ম্যাচ শুরুর অপেক্ষা

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। তার মাঝে দ্বিতীয় দফা আধাঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। অবশেষে বৃষ্টি থেমেছে, ধীরে ধীরে সরানো হচ্ছে ক্রিজের কভার। খেলা শুরু হওয়া মাত্রই আমরা লাইভ আপডেট জানিয়ে দেব।

চট্টগ্রামে ফের বৃষ্টির হানা, খেলা বন্ধ

প্রথম দফা বৃষ্টির পর বাংলাদেশ মাঠে নামলেও তাদের ব্যাটিং বিপর্যয় থামানো যায়নি। একপ্রান্ত তরুণ তাওহীদ হৃদয় আগলে রাখলেও, অন্যপ্রান্তে তিনি সতীর্থদের আসা-যাওয়া দেখেছেন। এর মাঝেই ফের নেমেছে বৃষ্টি। ফলে ৩৪.১ ওভারের পর খেলা বন্ধ রয়েছে। ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান। ৪২ রানে অপরাজিত হৃদয়, তার সঙ্গী কিছুক্ষণ আগে ক্রিজে নামা তাসকিন।

ফারুকির বলে এলবিডব্লিউ মিরাজ

ফজলহক ফারুকির শর্ট বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। বলের সঙ্গে সঙ্গেই তিনি জোরালো আবেদন করেন। আর তাতেই সাড়া দিতে সময় নেননি আম্পায়ার। পরবর্তীতে মিরাজ রিভিউ নিলেও তাতে সফল হননি। ইনসুইং করা ফারুকির বলটি মিডল স্টাম্প বরাবরই আঘাত করেছে। ২৩ বলের সংগ্রাম শেষে ৫ রান করেছেন মিরাজ।

দলে ফিরে ব্যর্থ আফিফও

আফগান স্পিনারদের সামনে ধসে পড়ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং লাইনআপ। মাঝে মূল স্কোয়াডের বাইরে থাকা আফিফ এই সিরিজ দিয়ে ফের দলে ফিরেছিলেন। কিন্তু তিনিও তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে পারেননি। রশিদের লেগ স্পিন ব্যাকফুটে ভর করে ঘুরিয়ে খেলতে গিয়েছিলেন আফিফ, তবে মিস করে যান। আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক তাতে সাড়া দেননি। তবে আফগানিস্তানের রিভিউ কাজে লেগে গেল দারুণভাবে!

ট্র্যাকিংয়ে দেখা গেছে, লেগ স্টাম্পের ভেতরে পড়া বলটি স্টাম্পেই আঘাত করতো। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে ৪ রান করা আফিফও এবার রশিদের শিকার। ১২৮ রানেই বাংলাদেশ ৬ উইকেট হারিয়েছে। দ্বিতীয় উইকেট তুলে নিলেন রশিদ।

সাকিব-মুশফিককে হারিয়ে আরও চাপে বাংলাদেশ

৭২ রানে ৩ উইকেট হারানোর পর টাইগারদের পথ দেখাচ্ছিলেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। কিন্তু সেভাবে রানের চাকা সচল রাখতে না পারায় সাকিব হয়তো চাপ অনুভব করছিলেন। তাই তো আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে অফ-সাইডে শট খেলতে গিয়ে মোহাম্মদ নবির তালুবন্দী হয়েছেন এই অলরাউন্ডার। ফলে তার সঙ্গে হৃদয়ের ভাঙল ৩৫ রানে। সাকিব ৩৪ বলে ১৪ রান করেছেন।

এরপর ক্রিজে নামা মুশফিকুর রহিমও আজ ভরসার পরিচয় দিতে পারেননি। রশিদ খানের ভয়ঙ্কর এক গুগলিতে তিনি ৩ বলে ১ রান করেই বোল্ড হয়ে ফিরেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩.৫ ওভারে ৫ উইকেটে ১১২ রান।

সাগরিকায় থেমেছে বৃষ্টি, খেলা শুরুর সময় জানাল বিসিবি

চট্টগ্রাম মাঠে বৃষ্টির বাগড়া শেষ, ক্রিজের ওপর থেকে সরানো হয়েছে কাভার। মাঠ প্রস্তুতকরণের জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন মাঠ কর্মীরা। আকাশের মেঘও ধীরে ধীরে পরিস্কার হতে শুরু হতে শুরু করেছে। ম্যাচটি শুরু হবে ৪.১০ মিনিটে। তবে কোনো ওভার কাটা হয়নি।

এর আগে ইনিংসের ১৬তম ওভারের প্রথম বল শেষেই বৃষ্টি হানা দেয় চট্টগ্রামে। এরপরই খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টিতে বন্ধ খেলা

প্রথম ওয়ানডে শুরুর আগে থেকেই চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টির শঙ্কা ছিল। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও মেঘের চোখরাঙানি ছিল। পর্যাপ্ত আলো পেতে জ্বালিয়ে দেওয়া হয় ফ্লাডলাইট। শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃষ্টিতে আপাতত বন্ধ রয়েছে খেলা।

হতাশ করলেন শান্ত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ভরসার নাম নাজমুল হোসেন শান্ত। আজও শুরুটা করেছিলেন ইতিবাচক। তবে ইনিংস বড় করা হয়নি। প্রথম বলেই আঘাত করলেন মোহাম্মদ নবি। সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছেন শান্ত। পরপর ২ ওভারে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ।

থিতু হয়েও ফিরলেন লিটন

ইনিংসের ১২তম ওভারে আফগান স্পিনার মুজিবুর রহমানের করা বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে গেছেন লিটন। মুজিবের খাটো লেংথের বলটি লিটন চাইলে নিচেও খেলতে পারতেন। কিন্তু তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রহমান শাহর হাতে ক্যাচ দিয়েছেন। ডানহাতি এই ব্যাটার আউট হওয়ার আগে করেছেন ৩৫ বলে ২৬ রান।

চাপ নিতে পারলেন না তামিম

ইনিংস উদ্বোধন করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন তামিম ইকবাল। বেশিক্ষণ থিতুও হতে পারলেন না উইকেটে। ফজলহক ফারুকির অফস্ট্যাম্পের বলে আলতো করে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনলেন তামিম। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের বিশ্বস্ত গ্লাভসে। ২১ বলে ১৩ রান করে বিদায় নেন টাইগার এই ওপেনার।

গত বছরও দুই দলের দ্বৈরথে তামিমের দুঃস্বপ্ন হয়েছিলেন ফারুকী। এবারও তামিমকে শিকার বানালেন সেই ফারুকী।

সালিমের অভিষেক

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেল ২০ বছর বয়সী মোহাম্মদ সালিম সাফির। এখনও পর্যন্ত ১৫ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে সালিমের শিকার ২৫ উইকেট। অবশ্য অভিষেক ম্যাচে শুরুটা ভালো হয়নি আফগান এই পেসার। নিজের প্রথম ওভারে ১৩ রান খরচ করেছেন তিনি। যেখানে অতিরিক্ত খাত থেকেই এসেছে ৮ রান। 

কোমরের চোট থাকায় তামিমের খেলা নিয়ে কিছুটা দোলাচল থাকলেও গতকাল তিনি জানিয়েছিলেন প্রথম ওয়ানডেতে খেলছেন তিনি। তবে শতভাগ ফিট নন সেটাও নিজ মুখে গণমাধ্যমে জানিয়েছিলেন এই ওপেনার। তামিমের এমন সিদ্ধান্তে অবশ্য নাখোশ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গুঞ্জন ছিল আজ তিনি খেলবেন কি না। তবে সব গুঞ্জন উড়িয়ে টস করতে নেমেছেন তামিম।

বাংলাদেশের একাদশ-তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ-রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

এসএইচ/এফআই/এএইচএস