বাংলাদেশ গেমসের পঞ্চম দিনে যা কিছু হলো
উদ্বোধনী ম্যাচে চন্দ্রদ্বীপকে হারিয়েই শুভ সূচনা করেছিল বরেন্দ্র নর্থজোন। তবে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরাবাদের কাছে ৩ উইকেটে হারতে হয়েছে বরেন্দ্র নর্থজোনকে। তাদের হারে গেমসের প্রথম জয় তুলে নিলো জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোন।
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে জাহাঙ্গীরাবাদকে ২৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বরেন্দ্র। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে শুরুতেই হোঁচট খায় জাহাঙ্গীরাবাদ। ব্যক্তিগত ৩ রানে রেজওয়ান হোসেন সাজঘরে ফিরলে দলের হাল ধরেন জিসান আলম ও অধিনায়ক আমির হোসেন।
বিজ্ঞাপন
দ্বিতীয় উইকেটে দুইজন মিলে ৭৫ রানের জুটি গড়ে জয়ের পথটা তৈরি করে দেন। ৫৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ১৩৩.৯৬ স্ট্রাইকরেটে ৭১ রানের ঝড়ো ইনিংসে খেলেন জিসান। সঙ্গীকে হারিয়ে অধিনায়ক আমির হোসেনও ফিরে যান ৬০ রানে। ৬৮ বলে ৮ চার ও ১ ছক্কায় আমির নিজের ইনিংসটি সাজিয়েছেন।
এই দুইজনের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাহাঙ্গীরাবাদ। একপ্রান্ত আগলে রেখে মনির হোসেন খেলেন ম্যাচজয়ী ইনিংস। ৪৫.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জাহাঙ্গীরাবাদ। মনির ৬২ বলে ৮ চারে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া সানজিদুর রহমান ১২ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
বরেন্দ্রর হয়ে আগের ম্যাচে ৬ উইকেট পাওয়া ফাহিম এই ম্যাচে উইকেটশূন্য ছিলেন। হাফসেঞ্চুরির পর দলের হয়ে সর্বোচ্চ দুই উইকেটও নিয়েছেন জাকারিয়া ইসলাম। এছাড়া সজিব আহমেদ, জিহাদুল হক, মিনহাজুল হাসান ও নাঈম আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।
বিজ্ঞাপন
এর আগে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামা বরেন্দ্র নর্থজোন আগে ব্যাটিংয়ের সুযোগ পায়। কিন্তু নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৩৫ রানের বেশি করতে পারেনি তারা। তারপরও অধিনায়ক নাঈম আহমেদ ও জাকারিয়া ইসলাম শান্তর জোড়া হাফসেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পায় বরেন্দ্র।
২০ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বরেন্দ্রকে টেনে তোলেন অধিনায়ক নাঈম। তার দায়িত্বশীল ৫৪ রানের ইনিংসের ওপর ভর করে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বরেন্দ্র। ৭৮ বলে ৫ চারে ৫৪ রান করে দূর্ভাগ্যজনক রানআউটের শিকার হন নাঈম।
তার ইনিংসের পর মিডল অর্ডারে নামা জাকারিয়ার ৬৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসের কল্যানে বরেন্দ্রর স্কোরবোর্ড ২৩৫ রানে গিয়ে দাঁড়ায়। ৭ চার ও ২ ছক্কায় জাকারিয়া নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ফাহিম হাবিব ২৩, রাহানুর ইসলাম ২৩ ও জাহিদুল হক ২১ রানের ইনিংস খেলেছেন।
জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোনের বোলারদের মধ্যে শাহরিয়ার আলম, সানজিদুর রহমান ও আবু বক্কর দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া খালেদ সাইফুউল্লাহ নিয়েছেন একটি উইকেট।
রোলার স্কেটিং:
আজ থেকে শুরু হলো বাংলাদেশ গেমস রোলার স্কেটিং, রোপ স্কিপিং ও রোলবল প্রতিযোগিতা। স্কেটিংয়ে অংশ নিয়েছেন ২০০ প্রতিযোগী, স্কিপিংয়ে ১০০ প্রতিযোগী এবং রোলবলে ৪০০ জন।
রেজাল্ট :
৫০০ মিটার স্প্রিন্ট পুরুষ
স্বর্ণ - শরিফুল ইসলাম, আনসার।
রৌপ্য- জুবায়ের, স্পিড স্কেটিং।
ব্রোঞ্জ- মারুফ, স্পিড স্কেটিং।
৫০০ মিটার স্প্রিন্ট নারী
স্বর্ণ- বৃষ্টি, আনসার।
রৌপ্য - জিদনী, শেখ কামাল স্কেটিং।
ব্রোঞ্জ- শ্রেয়া, আনসার।
৩০০০ মিটার রেস পুরুষ
স্বর্ণ- মারুফ, আনসার।
রৌপ্য - হৃদয় হোসেন, আনসার।
ব্রোঞ্জ- মুকুট মিয়া, আজাদ স্কেটিং।
৩০০ মিটার স্প্রিন্ট রেস পুরুষ :
স্বর্ণ- তারিকুল ইসলাম, আনসার।
রৌপ্য- স্মিথ সেবিও গোমেজ, উত্তরা ফ্রেন্ডস ক্লাব।
ব্রোঞ্জ- হৃদয় হোসেন, আনসার।
৩০০ মিটার স্প্রিন্ট রেস নারী :
স্বর্ণ - রাইসা, আনসার।
রৌপ্য - নাসিবা, আনসার।
ব্রোঞ্জ- বৈশাখী, উত্তরা ফ্রেন্ডস ক্লাব।
৩০০০ মিটার রেস নারী :
স্বর্ণ - নওশীন তাবাস্সুম, আনসার।
রৌপ্য- নাসিবা মাহমুদ, আনসার।
ব্রোঞ্জ- ইলমা মনি, শেখ কামাল স্কেটিং।
৫০০০ মিটার রীলে পুরুষ :
স্বর্ণ - আনসার (সোহাগ, মনির, আরিফ, সাগর)।
রৌপ্য - মিরপুর স্কেটিং ক্লাব (ওয়ালিউর, হাকিম, আবরার, কামাল)।
ব্রোঞ্জ- গুলশান স্কেটিং ক্লাব (রাকিব, শাহিন, নিজাম, সাকিব )।
৫০০০ মিটার রীলে নারী :
স্বর্ণ - আনসার (তুবা, ইনুকা, সুলিষ্মা, শ্রেয়া)।
রৌপ্য- আনসার (রুশা, রাইসা, হিয়া, লাবিবা)।
ব্রোঞ্জ- শেখ কামাল স্কেটিং ক্লাব (লামিয়া, তুলি, জয়ীতা, ফারজানা)।
৫০০০ মিটার পয়েন্ট টু পয়েন্ট পুরুষ :
স্বর্ণ - মো: হাসান, ২৫ পয়েন্ট, আনসার।
রৌপ্য- আ: রব, ১৫ পয়েন্ট, লেজার স্কেটিং।
ব্রোঞ্জ- সাগর, ১০ পয়েন্ট, লেজার স্কেটিং।
৫০০০ মিটার পয়েন্ট টু পয়েন্ট নারী :
স্বর্ণ - সুলিষ্মা, ২৫ পয়েন্ট, আনসার।
রৌপ্য - বৃষ্টি, ১৩ পয়েন্ট, আনসার।
ব্রোঞ্জ- তাসফিয়া, ১২ পয়েন্ট, আনসার।
১০০০০ মিটার রোড রেস পুরুষ :
স্বর্ণ - মেহেদী হাসান, আনসার।
রৌপ্য - আ: রব, আনসার।
ব্রোঞ্জ- সোহাগ সিকদার, আনসার।
৫০০০ মিটার রোড রেস নারী :
স্বর্ণ - জান্নাত জেবিন হিয়া, আনসার।
রৌপ্য - সুয়ানা, লেজার স্কেটিং।
ব্রোঞ্জ- সুরাইয়া আক্তার, আনসার।
স্কেটিংয়ে ১২ টি ইভেন্টের প্রতিটিতে স্বর্ণ জিতে বাংলাদেশ আনসার সেরা হয়।
ফুটবলের সেমিফাইনালে সিলেট ও সেনাবাহিনী
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পুরুষ ফুটবলে ‘এ’ গ্রুপে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ২-১ গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়েছে। বিজয়ী দলের ফারুক ও জিল্লুর একটি করে গোল করেন। সেনাবাহিনীর তারেক একটি গোল শোধ দেন। দিনের অন্য ম্যাচে পাবনা মাঠে না আসায় ওয়াকওভার পেয়েছে খুলনা জেলা।
সিলেট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেনাবাহিনী গ্রুপ রানার্সআপ হয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে। আগামীকাল (মঙ্গলবার) দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে দুপুর ১টায় বিকেএসপি মুখোমুখি হবে সেনাবাহিনীর। দ্বিতীয় সেমিফাইনালে বিকেল সাড়ে ৩টায় সিলেট লড়বে সাতক্ষীরার বিপক্ষে।
ম্যাচের ফল:
সিলেট ২:১ সেনাবাহিনী
(ফারুক ৭,জিল্লুর২)(তারেক ৪৫)
সাইক্লিংয়ের শেষ দিনে আরও ৫ রেকর্ড
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে আজ সাইক্লিংয়ের শেষ দিনে পাঁচটি ইভেন্টের সবক’টিতেই রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সাইক্লিষ্টরা। আর্মি স্টেডিয়ামে নারীদের ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনীর শিল্পী খাতুন সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও গীতা রায় ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল আনসারের; ২০১৩ সালে ২ মিনিট ০১.১২ সেকেন্ডের। এই ইভেন্টে বাংলাদেশ আনসার ১ মিনিট ৫৮.৬০ সেকেন্ডে রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ২ মিনিট ১৪.২৮ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতে।
পুরুষদের ১৬০০ মিটার টিম ট্রায়ালে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন, আলমগীর হোসেন, মুক্তাদুর আল হাসান ও শরিফুল ইসলাম ২ মিনিট ১৪.৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ২ মিনিট ২১.৩২ সেকেন্ডের (আনসারের)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ মিনিট ১৫.৫৬ সেকেন্ডে রৌপ্য ও আনসার ২ মিনিট ১৮.৬৬ সেকেন্ডে ব্রোঞ্জ জেতে।
নারীদের ৪০০০ মিটার স্ক্র্যাচ রেসে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা ৭ মিনিট ০৩.৫৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ৮ মিনিট ৫৩ সেকেন্ডে তৎকালীন বিজেএমসির সমাপ্তি বিশ্বাসের। বাংলাদেশ আনসারের সোনিয়া ইয়াসমিন অভি ৮ মিনিট ১৩.৪৩ সেকেন্ডে রৌপ্য ও একই সংস্থার নাবিলা ইসলাম মালা ৮ মিনিট ১৩.৭০ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন।
পুরুষদের ৪০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সা হোসাইন, শরীফুল ইসলাম, মিজানুর রহমান ও হেলাল উদ্দিন ৫ মিনিট ৫২.১৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৮ ৬ মিনিট ১২.৪ সেকেন্ডে বাংলাদেশ আনসারের। বর্ডার গার্ড বাংলাদেশ ৬ মিনিট ০৮ সেকেন্ডে রৌপ্য এবং আনসার ৬ মিনিট ৮.৪৮ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতে।
নারীদের ২০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও সুমিত্রা গাইন ৩ মিনিট ১৭.৬৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল আনসারের ২০১৮ সালে ৩ মিনিট ৩০.৬১ সেকেন্ডের। আনসার ৩ মিনিট ৩২.২৬ সেকেন্ডে রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ৩ মিনিট ৪৮.৫৬ সেকেন্ডে ব্রোঞ্জ জেতে।
চারদিন ব্যাপী খেলা শেষে ২১টি ইভেন্টের মধ্যে ১৩টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
এজেড/এমএইচ