বাংলাদেশ ছাড়ার আগে করোনা আক্রান্ত ৫ প্রোটিয়া নারী ক্রিকেটার
সিলেটে সফররত দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে সিলেটের তিন ল্যাবে নতুন করে আরও ১০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
৫ নারী ক্রিকেটার হলেন- লিয়া জন সিনালো জাফটা, জনস, নাবোলুমকো বেনেতি, মাতসিপি মারসিয়া লেটসালো এবং রবেইন সিয়ারলে।
বিজ্ঞাপন
জানা গেছে, সম্প্রতি বাতিল হওয়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং সিরিজে ছিলেন এই ৫ জন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মেয়েদের সবারই আজ (সোমবার) দেশে ফেরার কথা ছিল। তবে তার আগে গতকাল টেস্ট করালে ৫ জনের ফল পজিটিভ আসে। বাকিরা ভোরে রওয়ানা করেছেন। এ ৫ জন বর্তমানে ঢাকায় আইসোলেশনে আছেন।’
বিজ্ঞাপন
মনজুর আরো যোগ করেন, ‘তাদের ফল পজিটিভ আসার কোনো কারণ নেই। এখানে এসে তারা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন। এমনকি প্রতি তিন দিন পর পর পরীক্ষা করিয়েছি আমরা। আজ (মঙ্গলবার) আবার করোনা পরীক্ষা করানো হবে। নেগেটিভ বা পজিটিভ যেটিই আসুক, ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।’
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে ২৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রমীলা ক্রিকেট দলের ৫ সদস্য রয়েছেন।
এদিকে সোমবার রাতে সিলেট বক্ষব্যাধি হাসপাতালের ল্যাবে ১৯ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬১ জন, সুনামগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজারের ১৭ জন রয়েছেন। এর আগে, গত একদিনে সিলেট বিভাগে ১৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছে দুইজনের।
তুহিন আহমদ/এসপি