ইরানের মাসাদ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইমাম রেজা কাপ প্রতিযোগিতায় আজ (সোমবার) শেষ দিনে লং জাম্প ইভেন্টে ইসমাইল ও আল আমিন দুইজন অ্যাথলেটেরই অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রথম লাফেই হ্যামস্ট্রিংয়ে চোট লাগে ইসমাইলের। আল আমিন ৬.৯৯ মিটার দূরত্ব অতিক্রম করে লাফিয়ে  ১২ জন অ্যাথলেটের মধ্যে নবম স্থান অর্জন করতে সক্ষম হন।   

ইসমাইল লং জাম্পে চোট পাওয়ার আগে নিজের সেরা ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে ফাইনালে আট জনের মধ্যে অষ্টম হয়েছেন। তিনি সময় নেন ১০.৯১ সেকেন্ড। এই ইভেন্টে স্বর্ণপদক লাভ করেছেন ইরাকের স্প্রিন্টার হোসেন আলী আল খাফাজি। ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে তিনি এই কীর্তি গড়েছেন।  হাইজাম্প ইভেন্টে মাহফুজুর রহমান ২.০৫ মিটার উচ্চতায় লাফিয়েছেন। দশ জনের মধ্যে তিনি ষষ্ঠ হয়েছেন।
 
এই প্রতিযোগিতায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ১ জন ম্যানেজার ও ৩ জন খেলোয়াড় পাঠায়। তিন ক্রীড়াবিদের মধ্যে তুলনামূলকভাবে হাইজাম্পার মাহফুজই ভালো করেছেন। তিনি এসএ গেমসেও রৌপ্য জিতেছিলেন। আগামীকাল অ্যাথলেটদের দেশে ফেরার কথা রয়েছে।

এজেড/এমএইচ