শচীনকে ছোঁয়ার ইনিংসে আক্ষেপও সঙ্গী কোহলির
ছবি : সংগৃহীত
বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় অধিনায়ক। বর্তমানে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। যেখানে প্রথম দুই ম্যাচে পাত্তাই পায়নি সফরকারিরা।
দলের এমন বিপর্যয়ের সময় প্রথম ওয়ানডেতে ২১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ বলে ৮৯ রান করেন ভারতীয় অধিনায়ক। বুধবার তৃতীয় ওয়ানডেতে অজিদের বিপক্ষে মাঠে নেমেছেন বিরাট কোহলিরা। যেখানে আগে ব্যাট করে তারা করেছে ৩০২ রান।
বিজ্ঞাপন
এদিন ওয়ানডে ক্যারিয়ারে ১২ হাজার রান পূর্ণ করেন কোহলি। তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ১২ হাজার রান থেকে ২৩ রান দূরে ছিলেন তিনি। এই ম্যাচে ৫ চারে ৭৮ বল খেলে ৬৩ রান করেছেন কোহলি।
স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে যেখানে কোহলিই সবচেয়ে দ্রুততম। ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে কোহলি খেলেছেন ২৪২ ইনিংস। সমান সংখ্যক রান করতে টেন্ডুলকারের লেগেছে ৩০০ ইনিংস।
বিজ্ঞাপন
তবে এমন মাইলফলক স্পর্শের ম্যাচেও আক্ষেপ সঙ্গী হয়েছে কোহলির। চলতি বছর ওয়ানডে ক্রিকেটে একটি সেঞ্চুরির দেখাও পাননি তিনি। চলতি বছর ৯ ওয়ানডেতে মাঠে নেমে ৫ হাফ সেঞ্চুরি থাকলেও সেঞ্চুরি নেই ভারতীয় অধিনায়কের। ওয়ানডে ক্যারিয়ারে ৪৩টি সেঞ্চুরি। অথচ সেই কোহলি ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে কোনো বছর শেষ করছেন তিন অঙ্ক ছাড়াই!