পচেত্তিনোতেও ভাগ্য বদলাল না পিএসজির
ড্রয়ের শোকে বিহ্বল পিএসজি তারকা এমবাপে/ছবি: সংগৃহীত
নতুন বছর মানেই নতুন শুরুর হাতছানি। ডাগআউটে ছিলেন নতুন কোচ মরিসিও পচেত্তিনোও। তবুও চলতি মৌসুমের নড়বড়ে অবস্থাটা কাটাতে পারেনি নেইমারদের পিএসজি। সেঁত এতিয়েঁর সঙ্গে ১-১ ড্র করেছে দলটি।
সাবেক কোচ থমাস টুখেলের শেষ ম্যাচেও ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছিলো পিএসজি। পুরো ম্যাচজুড়েই ছিল দলটির আধিপত্য। সে ম্যাচের সঙ্গে এদিনের সে কি বৈপরীত্য! এদিন প্রথম সুযোগটাও এলো স্বাগতিক এতিয়েঁর কাছে। প্রথমে এগিয়েও গেল তারাই!
পিএসজি রক্ষণের ভুলে ১৯তম মিনিটে গোল হজম করে। নিজেদের বক্সের সামনে ইদ্রিসা গেই বলের নিয়ন্ত্রণ হারালে সেটা আয়ত্বে নেন দেনিস বুয়াঙ্গা, তার পাস থেকেই গোল পান রোমেইন হামুমা।
বিজ্ঞাপন
সফরকারী পিএসজি অবশ্য জবাবটা দিয়েছে প্রায় কাছাকাছি সময়েই। দুই মিনিট পর মার্কো ভেরাত্তির পাস থেকে গোলটি করেন মইস কিন। পিএসজি এরপর ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বহুবার। ৩৪ মিনিটেই যেমন আনহেল ডি মারিয়া বল উড়িয়ে মারেন লক্ষ্যের অনেক বাইরে দিয়ে। এর আগে ৫৪ মিনিটে কিলিয়ান এমবাপের একক প্রচেষ্টা গোলমুখ ছেড়ে বেরিয়ে এসে রুখে দেন সেঁত এতিয়েঁ গোলরক্ষক। ৭০ মিনিটে কিনের করা শটটা অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে অল্পের জন্য!
যোগ করা সময়ে আরও এক বড় সুযোগ নষ্ট করে পিএসজি। ছয় গজের বক্স থেকেও লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হন পাবলো সারাবিয়া। ফলে পচেত্তিনোর অভিষেক ম্যাচে ১-১ ড্রই নিয়তি হয় প্যারিসীয়দের।
বিজ্ঞাপন
তবে পয়েন্ট খোয়ালেও পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে দলটির। ১৮ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট অর্জন করে ফরাসি লিগের ২য় স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে লিল। লেঁসের বিপক্ষে ৩-২ গোলে জিতে পিএসজির সমান ১৮ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে অলিম্পিক লিওঁ।
এনইউ