ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। গ্রুপ পর্বের তিন ম্যাচ ও কোয়ার্টার ফাইনালের তুলনায় এই ম্যাচে ভিন্ন সাইফকে দেখা গেছে। গত চার ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেললেও এই ম্যাচে কিছুটা রক্ষণাত্মক ছিল ঘরোয়া ফুটবলের অন্যতম পেশাদার ক্লাবটি।

সাইফ স্পোর্টিংয়ের বেলজিয়ান কোচ পল পুট ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই ম্যাচে ভিন্ন কৌশল নিয়েছিলাম। সেই ভিন্ন কৌশলে সফল হয়েছি। রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেছিলাম।’

রক্ষণত্মক কৌশল অনুসরণ করার ব্যাখ্যা দিলেন জর্ডান জাতীয় দলের সাবেক কোচ, ‘আমাদের দ্রুতগতির কয়েকজন ফুটবলার রয়েছে। আমরা কাউন্টার অ্যাটাকে তাদের পরাজিত করতে চাইছিলাম। এজন্য রক্ষণাত্মক খেলেছি।’

প্রথমবারের মতো ফাইনালে ওঠার লড়াইয়ে ছিল সাইফ স্পোর্টিংয়ের ফুটবলাররা। হাফ টাইমে ফুটবলারদের প্রতি তার বার্তা ছিল, ‘আমার ফুটবলারদের ধৈর্য্য ধরতে বলেছিলাম, প্রতিপক্ষ ভুল করবে এবং গোলের সুযোগ পাব।’

এজেড/টিআইএস