কোপা আমেরিকার ফাইনালে পৌঁঁছে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ইউরোর এক ফাইনালিস্ট ইতালি, দ্বিতীয় ফাইনালিস্ট স্বাগতিক ইংল্যান্ড না ডেনমার্ক? এর উত্তর মিলবে আর কয়েক ঘন্টা পরেই, বাংলাদেশ সময় রাত একটায় শুরু ফাইনালে উঠার এই লড়াই। 

ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যেকার ম্যাচ হলেও বাংলাদেশের ফুটবলে ম্যাচটি ডেনমার্ক প্রবাসী জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে'র মধ্যকার ম্যাচ। কোচ ও অধিনায়ক মিলে এতদিন প্রতিপক্ষ বধের পরিকল্পনা করলেও আজকের ইউরোর ম্যাচে দুজন দুজনের প্রতিপক্ষ। 

কোচ জেমি ছুটিতে ইংল্যান্ডে আছেন। ওয়েম্বলি স্টেডিয়াম থেকে ঘণ্টা খানেক দূরত্বে বাসার টিভির পর্দায় খেলা দেখবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলমান থাকায় জামাল বাংলাদেশ থেকেই ডেনমার্কের খেলা দেখবেন। 

ব্রিটিশ কোচ জেমি ডে নিজ দেশের জয়ের পাল্লা ভারি দেখছেন, ‘আমাদের স্বাগতিক সমর্থন রয়েছে। পাশাপাশি আমরা ভালো ফর্মেও রয়েছি।’ জেমির দল ফেভারিট হলেও নিজ দেশ ডেনমার্কের সম্ভাবনা কম মনে করছেন না জামাল, ‘ইংল্যান্ড ফেভারিট হলেও ডেনমার্ক ম্যাচে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করবে।’ ডেনমার্ক চমক দেবে এমনটাই প্রত্যাশা জামালের, ‘ডেনমার্কে ভালো মানের ফুটবলার রয়েছে। আশা করি তারা কিছু চমক দেখাতে পারবে।’

ডেনমার্ক শেষ পর্যন্ত জিতলে সেটাকে আপসেট বলবেন না জেমি, ‘একটি দল যোগ্যতা দেখিয়ে সেমিফাইনাল পর্যন্ত এসেছে। ডেনমার্কেরও জেতার সক্ষমতা আছে। যদি ডেনমার্ক জেতে সেটা ফুটবলেরই জয় হবে।’ 

ডেনমার্ক ফুটবল দলে জামালের ঘনিষ্ঠ দুই বন্ধু খেলছেন। ইউরো চলমান থাকায় তাদের মধ্যে একটু যোগাযোগ কম। ইউরো শেষে বন্ধুদের পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা জানাবেন জামাল। 

এজেড/এটি/টিআইএস