বিশ্বকাপ মিশনে রাশিয়ায় নিয়াজ-জিয়া
গোটা বিশ্ব এখন ফুটবল নিয়ে মত্ত। ইউরো ও কোপা শেষ হচ্ছে ১১ জুলাই। এর একদিন আগ থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ দাবা৷ এবারের বিশ্বকাপের আয়োজক রাশিয়া। রাশিয়ার সোচি শহরে হবে দাবা বিশ্বকাপ।
সোচি বিশ্বকাপে অংশ নিতে আজ (বুধবার) সকালে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান । মহিলা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মহিলা দাবাড়ু শিরিন। ২০০৭ সালের পর বিশ্বকাপ দাবায় বাংলাদেশের দুই পুরুষ দাবাড়ু অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন (রাজীব তখন জিএম ছিলেন না)। রাজীবের ওই পারফরম্যান্সেই বিশ্বকাপে বাংলাদেশের সেরা কৃতিত্ব। এবার দাবাড়ু বেশি হওয়ায় দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা রয়েছে। দেশ ছাড়ার আগে জিয়াউর রহমান বলেন, ‘আগে আমাদের পয়েন্ট ও রেটিংয়র কারণে প্রথমেই বড় খেলোয়াড়দের সাথে খেলা পড়ত। এবার অংশগ্রহণকারী বেশি এবং দুজন অংশ নিচ্ছি বাংলাদেশ থেকে তাই এবার দ্বিতীয় রাউন্ডে খেলার আশা করছি।’
২০০৭ সালে রাজীবের দ্বিতীয় রাউন্ডে যাওয়া বিশ্বকাপে অপর দাবাড়ু ছিলেন জিয়া।
বিজ্ঞাপন
বিশ্বকাপ দাবা নকআউট ভিত্তিক। সাদা-কালো নিয়ে দুই দিন একই প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হয়। দুই দিন ন্যুনতম দেড় পয়েন্ট পেলেই পরের রাউন্ডে খেলা যায়। এক এক বা আধা আধা পয়েন্টে ড্র থাকলে টাইব্রেকিং।
২০৬ জন দাবাড়ু এবার বিশ্বকাপে অংশগ্রহণ করছে। জিয়া, নিয়াজ ও শিরিন আজ পিটার্সবার্গ পৌঁছাবেন। পিটার্সবার্গ দুই দিন অবস্থানের পর বিশ্বকাপের ভেন্যু সোচি পৌঁছাবেন বাংলাদেশের দাবাড়ুরা। তিন দাবাড়ু আনসারের হওয়ায় আনসারের এক অফিসারও গিয়েছেন৷ ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমও যেতে পারেন।
এজেড/এটি/টিআইএস