টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে রীতিমতো উড়ছে পাকিস্তান। সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছেন বাবর আজমরা। এবারের বিশ্বকাপে এটি কিউইদের প্রথম ম্যাচ। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেননি কেন উইলিয়ামসনরা। হারিস রউফ, ইমাদ ওয়াসিমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৪ রানে থেমেছে নিউজিল্যান্ডের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা দেখেশুনে করেন ব্ল্যাকক্যাপস ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির করা ইনিংসের প্রথম ওভার থেকে কোনো রান আদায় করতে পারেননি গাপটিল। পরে খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টায় অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন দুই ওপেনার। শেষ পর্যন্ত অবশ্য সফল হননি তারা। ইনিংসের ষষ্ঠ ওভারে গাপটিল আউট হন ২০ বল খেলে ১৭ রান করে।

এরপর মিশেল ২০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন। একই পথ অনুসরণ করেন নতুন ব্যাটসম্যান জেমি নিশাম। তার ব্যাট থেকে আসে ১ রান। অধিনায়ক কেন উইলিয়ামসন চেষ্টা করেছিলেন দলের ব্যাটিং বিপর্যয় এড়াতে, তবে রান আউটে কাটা পড়ে তাকেও প্যাভিলিয়নের পথে হাঁটতে হয়। আউট হওয়ার আগে ২৬ বল খেলে ২৫ রান করেন উইলিয়ামসন। গ্লেন ফিলিপস (১৩) ও টিম সিফার্টও (৮) অল্প রানে আউট হয়ে গেলে বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের।

শেষদিকে রউফ-আফ্রিদিদের বোলিং তোপে রান বাড়াতে পারেননি মিচেল স্যান্টনার, ইশ সোধিরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের পুঁজি পায় কিউইরা। পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৩৫ রান। পাকিস্তানের হয়ে ২২ রান দিয়ে রউফ সর্বোচ্চ ৪ উইকেট নেন।

টিআইএস/জেএস