ব্রাজিলিয়ানের গোলে আবাহনীর জয়
লিগের প্রথম দিন চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস পয়েন্ট হারিয়েছে। লিগের দ্বিতীয় দিন আবাহনী হোঁচট খায়নি৷ টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আবাহনী ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে। শুক্রবার ব্রাজিলিয়ান ডোরিয়েল্টনের একমাত্র গোলে আবাহনী লিমিটেড ১-০ গোলে জেতে। ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও একটির বেশি গোল আসেনি!
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামের মাঠ অসময়ের বৃষ্টির কারণে জায়গায় জায়গায় পানি জমে ছিল। একপর্যায়ে কর্দমাক্ত মাঠে খেলতে হয়েছে। তাতে করে দৃষ্টিনন্দন পারফরম্যান্স বড় বাধা হয়ে দাঁড়ায়। চোটের কারণে ফেডারেশন কাপের ফাইনাল খেলতে পারেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েন্তন গোমেজ। চোট থেকে ফিরেই প্রিমিয়ার লিগে শুরুর ম্যাচে আবারও নিজের জাত চিনিয়েছেন ৩১ বছর বয়সী তারকা।
বিজ্ঞাপন
ইমন মাহমুদ,মোহাম্মদ হৃদয় ও রাফায়েল অগাস্তো চোটের কারণে নেই। অধিনায়ক নাবীব নেওয়াজ জীবনকে তাই মধ্যমাঠে কারযকর ভূমিকা রাখতে হয়েছে। এছাড়া কলিনদ্রেস-রাকিব-দোরিয়েন্তনরা মিলে প্রতিপক্ষের আক্রমণভাগে ত্রাস সৃষ্টি করেছেন। কিন্তু দলকে বড় ব্যবধানে জেতাতে পারেননি। কোনও সময় আক্রমণ নস্যাত হয়েছে। আবার প্রতিপক্ষের ডিফেন্ডাররা বাধা হয়ে দাড়িয়েছেন।
৩ মিনিটে বক্সের বাইরে থেকে দানিয়েল কলিনদ্রেসের সাইড ভলি অল্পের জন্য পোস্ট ঘেষে যায়। এরপর আবাহনীর এগিয়ে যেতে অবশ্য সময় লাগেনি। ১২ মিনিটে নুরুল নাইম ফয়সালের বা প্রান্তের ক্রসে দোরিয়েন্তন অরক্ষিত অবস্থায় টোকায় দারুণভাবে ফিনিস করেন। এই মৌসুমে ব্রাজিলিয়ান তারকার ৯ম গোল। প্রতিআক্রমণ নির্ভর খেলে মুক্তিযোদ্ধা মাঝে মধ্যেই আবাহনীর রক্ষণে পরীক্ষা নিয়েছে। কিন্তু সফল হতে পারেনি।
বিজ্ঞাপন
১৮ মিনিটে জাপানি স্ট্রাইকার তেতসুয়াকি মিসওয়ার কাটব্যাক থেকে আহমেদ আইমান শট নিতে পারেননি। ৫৫ মিনিটে কলিনদ্রেসের ফ্রি-কিক গোলকিপার রাজীব ঝাঁপিয়ে পড়ে তালুবন্দী করে আকাশি-নীল জার্সিধারিদের হতাশ করেন। মুক্তিযোদ্ধা একটু গুছিয়ে নিয়ে ফাঁকে ফাঁকে গোল শোধ দেওয়ার চেষ্টা করেছে। ৬১ মিনিটে তেতসুয়াকির প্লেসিং গোলকিপার শহিদুল আলম সোহেল পা দিয়ে ক্লিয়ার করেন।কলিনদ্রেস-জীবন মিলে আক্রমণে ওঠেও ফিনিসিং ব্যর্থায় ব্যবধান বাড়াতে পারেননি।
৭২ মিনিটে জুয়েলের ক্রসে কলিনদ্রেস বলের নাগাল ঠিকঠাক পাননি। পেলে হয়তো লক্ষ্যভেদের সুযোগ ছিল। শেষ দিকে জুয়েল রানা নিজেওতাই আবাহনীর ১-০ গোলে জেতা ম্যাচে লাল জার্সিধারিদের একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
এজেড/এমএইচ