রশিদকে ফিরিয়ে আফগানদের আশাও ‘শেষ’ করলেন মুস্তাফিজ!
মোহাম্মদ নবী ফিরে গিয়েছিলেন কিছু আগেই। তবু রশিদ খান ছিলেন, যিনি এই সপ্তাহখানেক আগেই ব্যাট হাতে মাতিয়ে এসেছেন পিএসএল। আফগানদের আশার প্রদীপটা নিভু নিভু হলেও একেবারে নিভে যায়নি। তবে আফগানিস্তানের সেই আশাটাও এবার শেষ করে দিলেন মুস্তাফিজুর রহমান। রশিদ খানকে ফিরিয়ে দিয়েছেন তিনি।
টানা দুই বলে দুই বাউন্ডারি মেরে আফগানদের বড় আশাই দেখাচ্ছিলেন রশিদ। ৪১তম ওভার করতে আসা মুস্তাফিজকে প্রথম বলে হাঁকিয়েছিলেন ছক্কা। পরের বলে আবার চার।
বিজ্ঞাপন
তবে মুস্তাফিজ চুপচাপ বসে থাকলেন না। একটু পিছিয়ে এসে ইয়র্কার করে বসলেন। প্রথম বলে ফ্লিক করে ছক্কা হাঁকানো রশিদ এই বলটাও ফ্লিকই করতে চেয়েছিলেন। তবে এবার পারলেন না। বলটা সোজা গিয়ে আঘাত হানল স্টাম্পে। তাতেই শেষ রশিদের ২৬ বলে ২৯ রানের এই লড়াই।
বিজ্ঞাপন