গাভাস্কারের মত
কেউ বলতে পারবে না তার জায়গা পাকা
টানা দুই ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে ভারত। দুই ম্যাচেই দাপট ছিল স্বাগতিকদের। বলতে গেলে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। পারফরম করেছেন আলাদা আলাদা ক্রিকেটাররা। এই ম্যাচের পর ভারতীয় দলকে প্রশংসায় ভাসিয়েছেন সুনীল গাভাস্কার। এদিকে ক্রিকেটাররা ধন্যবাদ জানাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মাকে।
২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পর এখনও পর্যন্ত টানা ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে। তরুণ রবি বিষ্ণই ও বেঙ্কটেশ আয়ার তাদের দক্ষতা দেখিয়েছিলেন। সব মিলিয়ে জাতীয় দল নিয়ে উচ্ছ্বসিত
বিজ্ঞাপন
স্টার স্পোর্টসের সঙ্গে কথোপকথনের সময় গাভাস্কার বলেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর সময়। আমি রোমাঞ্চকর বলছি কারণ খেলোয়াড়রা তাদের প্রতিভা দেখাচ্ছে ও যেন বলছেন, আমাকে বেছে নিন। এই দলের কোনও ক্রিকেটারই বলতে পারবে না যে দলে তার জায়গা পাকা, কারণ কেউ না কেউ তার পেছনে তাড়া করছেন। এটা যেকোনও দলের জন্য এটা খুব ভালো এবং ভারতের জন্য এটি একটি ইতিবাচক দিক।’
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৮ বলে ৪৫ রান করেন জাদেজা। ম্যাচশেষে রোহিতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি রোহিতকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে বিশ্বাস করেছিলেন ও আমি সেখানে গিয়ে আমার দেশের জন্য রান করতে পারি। তাই আশা করি ভবিষ্যতে যখনই সুযোগ পাবো সবসময় এভাবে চেষ্টা করব এবং আমার সেরাটা দেবো।’
বিজ্ঞাপন
এমএইচ/এটি