শ্রীলঙ্কা জাতীয় দলের ফুটবলার তিনি। তবে খেলেন মালদ্বীপের ক্লাব ভেলেন্সিয়ার হয়ে। ধিবেহী প্রিমিয়ার লিগে খেলতে ডাকসন পাসলাস ছিলেনও সেখানে। মালদ্বীপের একটি অ্যাপার্টমেন্টেই তার মরদেহ পাওয়া গেছে।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৩১ বছর বয়সী ফুটবলারের মরদেহ উদ্ধার করে তারা। যদিও ডাকসন কীভাবে বা কেন মারা গেলেন এই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মালদ্বীপ পুলিশ বা দেশটির ফুটবল অ্যসোশিয়েশন। তবে ধারনা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ডাকসন।

অফিশিয়াল ফেসবুক পেজে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন লিখেছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি শ্রীলঙ্কা জাতীয় দলের ফুটবলার ডাকসন পাসলাস মালদ্বীপে আজ মারা গেছেন।’

‘শ্রীলঙ্কা ফুটবলের প্রেসিডেন্ট ও ফেডারেশন জাসওয়ার ওমর তার পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাচ্ছে। আপনাদের এই দুঃখের সময় আমাদের প্রার্থনা রইল। আশা করি তার আত্মা শান্তি পাবে।’

পাসলাস গত অক্টোবরে মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। এরপর নভেম্বরে কলম্বোর চারজাতি ফুটবলেও দেখা গেছে তাকে। কিন্তু এই তারকা ফুটবলারটি আচমকাই চলে গেলেন, কোন এক অভিমানে!

এমএইচ/এটি