মার্শ-ওয়ার্নের মৃত্যু শোকে ‘নীরবতা’ পালন করবে বাংলাদেশ
রডনি মার্শের মৃত্যুর শোক এখনো কাটিয়ে ওঠেনি ক্রিকেট বিশ্ব। ১২ ঘণ্টার ব্যবধানে আরো এক কিংবদন্তির বিদায়। সবকিছু স্তব্ধ করে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় পরলোকগমন করে শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার দুই সাবেক ক্রিকেটারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শুক্রবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, দুই কিংবদন্তিরকে স্মরণ করে আগামীকাল (শনিবার) মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে হতে যাওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে ১ মিনিটের নিরবতা পালন করা হবে।
বিজ্ঞাপন
জীবন কত বিচিত্র! টুইটারে তার সবশেষ পোস্ট প্রয়াত রডনি মার্শের মৃত্যুর খবর জানিয়ে। টুইট করে শোক জানানো ওয়ার্ন ১২ ঘণ্টার ব্যবধান নিজেই পাড়ি জমালেন অজানার উদ্দেশে।
ওয়ার্নের মারা যাওয়ার খবর প্রথম জানায় ফক্স ক্রিকেট। ফক্স জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে, তার হার্ট অ্যাটাক হয়েছিল।
বিজ্ঞাপন
টিআইএস/এনইউ