বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নােমেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে দারুণ ভূমিকা আছে এই টুর্নামেন্টের। দিন দিন আইপিএলের সঙ্গে পাল্লা দিচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। 

আইপিএলের অন্যতম বড় আকর্ষণ নিলাম। মুহূর্তেই কোটিপতি বনে যান ক্রিকেটাররা। পাকিস্তান সুপার লিগে নিলাম নেই। এখানে ড্রাফটের মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ায় দলগুলো। তবে পিএসএলের আকর্ষণ বাড়াতে আগামী মৌসুম থেকেই নিলাম চালুর চিন্তা করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

ইএসপিএন ক্রিকইনফোতে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আমাদের (পিসিবিকে) আরও বেশি অর্থের পরিমাণ বাড়াতে হবে। তহবিলের জন্য আইসিসি এবং পিএসএল থেকে প্রাপ্য টাকা ছাড়া আমাদের আর কিছুই নেই। আমি পিএসএলের পরের সংস্করণ থেকে নিলামের ব্যবস্থা করতে চাই। ওই মডেলই চালু করতে চাই। আমরা এই নিয়ে আলোচনা করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে বসব।’

‘আপনি যদি ড্রাফটের জায়গায় নিলাম প্রক্রিয়া চালু করেন, তাহলে বিশ্বের অনেক প্রতিভাবান খেলোয়াড়কেই দলে টানতে পারবেন, তারাও আগ্রহী হবে। আমি দুজন ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলেছি, তারা এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে রাজি। অন্যদের সঙ্গেও আস্তে–ধীরে কথা বলব। এ পরিকল্পনা এখনো ভাবনাচিন্তার মধ্যেই আছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে আমি সবচেয়ে বেশি আগ্রহী।’

নিলাম চালু হলে পিএসএলকেই মানুষ বেশি পছন্দ করবে বলে বিশ্বাস রমিজের, ‘এটা টাকার খেলা। আমরা যদি পিএসএলকে নিলামের মডেলে নিয়ে যাই, টাকা বাড়াই, তবে আমি এটি আইপিএলের সঙ্গে এক সারিতে রাখতে পারব। এবং তার পরে আমরা দেখব কে পিএসএলের চেয়ে আইপিএল পছন্দ করে।’

এমএইচ/এটি