ফুটবল দিয়ে ‘লেগ স্পিন’ করে ওয়ার্নকে স্মরণ তার
শেন ওয়ার্নের প্রভাব কতটা? সেটারই যেন প্রমাণ মিলল আরেকবার। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের মৃত্যুর পর ক্রিকইনফোতে লেখা এক কলামে দাবি করা হয়েছিল ওয়ার্ন ছিলেন ‘মেগাস্টার’। কীভাবে? এমন প্রশ্ন যাদের মনে এসেছে তাদের জন্য উদাহরণ হতে পারে জর্জে ব্ল্যাকউডের উদযাপন।
সোমবার ‘এ’ লিগের ম্যাচে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে নিউক্যাসেল জেটসের বিপক্ষে খেলতে নামেন তিনি। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় পেয়ে যান গোলও। এরপরই ফুটবল দিয়ে শেন ওয়ার্নের মতো লেগ স্পিন করে কিংবদন্তিকে স্মরণ করেন ব্ল্যাকউড।
বিজ্ঞাপন
গোলের পর বলটাকে হাতে নিয়ে লেগ স্পিন করার ভঙ্গি করেন তিনি। বেড়ে উঠার সময় ওয়ার্নকে আদর্শ মানতেন ব্ল্যাকউড। করতেন লেগ স্পিন বোলিংও। তাই তাকে ট্রিবিউট জানাতে এমন ভিন্ন উদযাপন বলে জানিয়েছেন ব্ল্যাকউড।
তিনি বলেছেন, ‘আমি বেড়ে উঠার সময়টাতে শেন ওয়ার্নকে ভালোবাসতাম। লেগ স্পিন করার চেষ্টাও করতাম তাই তাকে ট্রিবিউট জানাতে এমন উযদযাপন করেছি।’
বিজ্ঞাপন
গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। এরপর থেকে তার শোক ছুঁয়ে গেছে বিশ্ব ক্রিকেটের সব অঙ্গনকে। ক্রিকেটাঙ্গনে বেশি হলেও অন্য খেলাতেও শোকের ছায়া নেমে এসেছে। আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে বিদায় জানানো হবে এই লেগ স্পিন কিংবদন্তিকে।
— Adelaide United (@AdelaideUnited) March 13, 2022
এমএইচ