বাংলাদেশের ৫ দিনের পাওয়ার হিটিং পরামর্শক মরকেল
সম্প্রতি বেশ আলোচনায় পাওয়ার হিটিং কোচের প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, পাওয়ার হিটিং কোচ নিয়োগের ভাবনা আছে বিসিবি। সেই ভাবনা থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেলকে পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে নিয়েছে ক্রিকেট বোর্ড।
তবে দীর্ঘ মেয়াদে নয়, মাত্র পাঁচ দিনে দক্ষিণ আফ্রিকায় কয়েকটি সেশন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন মরকেল। বিষয়টি জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বিজ্ঞাপন
নিজামউদ্দিন বলেন, ‘এটা কোনো নিয়োগ না, ও অ্যাভেইলঅ্যাভেল আছে, শর্টটার্ম কয়েকটা সেশন করাবে। নিয়োগ অন্য জিনিষ, লং টার্মে হয়। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য।’
এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়াম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, মর্কেল ওয়ানডে সিরিজে ৫ দিন কাজ করবেন।
বিজ্ঞাপন
মূলত বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকায়। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সঙ্গে খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ। পঞ্চাশ ওভারের ফরম্যাট দিয়ে শুরু হবে দুই দলেই মাঠের লড়াই। আগামী ১৮ মার্চ সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজে ওয়ানডে দলের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করবেন মরকেল।
টিআইএস/এটি