পেস বোলিং কোচ নির্বাচনে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোর্টনি ওয়ালশ, ওটিস গিবসন ছেড়ে যাওয়ার পর এবার অ্যালান ডোনাল্ডকে নিয়োগ দিয়েছে বিসিবি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গের যোগ দিয়েছেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত এই সাবেক প্রোটিয়া পেসার। এক দিনের অনুশীলন সেশনে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের সঙ্গে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি। তবুও যেটুকু সময় পেয়েছেন, নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন ডোনাল্ড।

বাংলাদেশ দলে পেস বোলার হিসেবে বেশ অভিজ্ঞ তাসকিন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৮ বছর পার করে ফেলেছেন। প্রথম দিনের অনুশীলনে তাসকিনের সঙ্গে বেসিক নিয়ে কথা বলেছেন ডোনাল্ড। সঙ্গে দক্ষিণ আফ্রিকায় কিভাবে বল করলে সফলতা পাওয়া যায় সে কৌশল শিখিয়েছেন তিনি।

ডোনাল্ডের প্রথম ক্লাসের পর তাসকিন বলেন, ‘বেসিক জিনিস তো বলছিলেনই। সাথে ভিন্ন ভেন্যুর ভিন্ন আচরণ বোঝানোর চেষ্টা করেছেন। আমরা ওয়ান্ডারার্সে অনুশীলন করলাম। বললেন- এটা অনেক হাই স্কোরিং গ্রাউন্ড। এখানে কেমন বোলিং করলে ভালো হয়। এগুলো নিয়েই আলাপ হয়েছে। কৌশল অনুযায়ী ব্যাটাসম্যানদের বল করতে হবে, নতুন বলে একরকম, মাঝখানের ওভারে আরেকরকম, ডেথ ওভারে আরেকটু ভিন্নতা যুক্ত করে। এই মাঠে হাই স্কোরিং ম্যাচ হয়। মিক্সআপ বোলিং করতে হবে।’ 

যোগ করেন তাসকিন, ‘এক দিনে তো কিছু বুঝা যায় না। তাও ভালো লেগেছে। অবশ্যই বাড়তি সহায়তা। আমাদের বেশিরভাগ কোচিং স্টাফই দক্ষিণ আফ্রিকান। দলের পরিবেশ ভালো আছে। সবাই চেষ্টা করছে। আশাবাদী কিন্তু সহজ হবে না, তবে এভাবে সুন্দর প্রক্রিয়ায় থাকলে ভালো কিছু হবে। এক দিনে তো আর সব কিছু নিতে পারব না। সব তো বলে দিলে হবে না, মাঠে নিজেদের কাজে লাগানোর বিষয় আছে। যে ধারণা দিচ্ছে সে অনুযায়ী আমরা অনুশীলন করছি।’

বাংলাদেশ শিবিরে যোগ দেওয়ার আগে এক সাক্ষাৎকারে তরুণ পেসার শরিফুলকে নিয়ে উচ্ছ্বসিত দেখা গেছে ডোনাল্ডকে। এও জানিয়েছিলেন যে, এ মুহূর্তে বাংলাদেশের সেরা পেসার বেছে নিতে বললে শরিফুলের নাম বলবেন তিনি। প্রথম অনুশীলন সেশনে কেমন ছিল শরিফুল-ডোনাল্ড রসায়ন? শরিফুল জানান, তাকে কব্জির ব্যবহার দেখিয়ে দিয়েছেন ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকা থেকে পাঠান এক ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘সকালের নাস্তার সময় চিনতে পেরেছে, কথা হয়েছে। যখন মাঠে এসেছি, অনুশীলনে উনি আমার রিস্ট পজিশন নিয়ে কাজ করেছেন। চেষ্টা করেছি, হয়তো কিছু দিনের মধ‍্যে ঠিক হযে যাবে। আশা করি ভালো কিছু নিতে পারব ওনার কাছ থেকে।’

টিআইএস