সাকিব আল হাসান ও তামিম ইকবাল/ ফাইল ছবি

শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, করোনা ভ্যাকসিন পর্যাপ্ত না হলে প্রয়োজনে নিজেরা কিনে হলেও দ্রুত ক্রিকেটারদের ভ্যাকসিনের আওতায় আনা হবে। তবে সরকার থেকে জানানো হয়েছে, ভ্যাকসিনের জন্য অগ্রাধিকার পাবেন খেলোয়াড়রা। এই তালিকায় আছে ক্রিকেটারদের নাম। সরকারের দেওয়া ভ্যাকসিন নিতে চায় বিসিবিও। এজন্য সাকিব আল হাসান, তামিম ইকবালদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। 

বেশ মোটা দাগে ভারত থেকে ভ্যাকসিন আনিয়েছে বাংলাদেশ। দেশব্যাপী শুরু হয়েছে প্রয়োগ কর্মসূচি। ভ্যাকসিন প্রয়োগে পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভ্যাকসিনের জন্যই মূলত আটকে আছে দেশের ঘরোয়া ক্রিকেটের মৌসুম। এজন্য দ্রুতই ক্রিকেটারদের এর আওতায় আনতে চায় বিসিবি। খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্ট স্টাফ আর গ্রাউন্ডসম্যানদেরও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে বোর্ডের। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির কাছে নামের তালিকা চাওয়া হয়েছে। 

বুধবার মিরপুরের গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘শুধু খেলোয়াড় নয়, আমাদের সাপোর্ট স্টাফ, গ্রাউন্ডসম্যানদেরও এর আওতায় আনার পরিকল্পনা আছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ইতোমধ্যে আমাদের কাছে খেলোয়াড়দের তালিকা চাওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তালিকা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়ার। সেভাবে আমরা আমদের ভ্যাকসিন কর্মসূচি পরিচালনার পরিকল্পনা করছি।’

টিআইএস//এটি/এমএইচ