রকিবুলের সেঞ্চুরি, ফের আক্ষেপ নাঈমের
বিকেএসপির ৩ নম্বর মাঠে শতকের দেখা পেয়েছেন আবাহনীর ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। পাশের মাঠেই সোমবার সেঞ্চুরির দেখা পেয়েছেন রকিবুল হাসান। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটসম্যান। তবে আবার আক্ষেপে পুড়তে হয়েছে রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলামকে।
সোমবার ব্যাটিং করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে রূপগঞ্জ। এরপর শুরু হয় নাঈম-রকিবুলের গল্প। দুজনে শুরুতে উইকেটে থিতু হয়ে ইনিংস গড়ায় মনোযোগ দেন। হাফ সেঞ্চুরির পর ধীরে ধীরে এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। রকিবুল ১১২ বলে শতকের দেখা পেলেও নাঈম আটকে যান নব্বইয়ের ঘরে, ৯১ রানে। ৮ চার ও ৩ ছয়ে সপ্তম সেঞ্চুরির দেখা পান রকিবুল। পরে আরও একটি করে চার-ছয়ের মার যোগ করে আউট হন ১২১ রানে।
বিজ্ঞাপন
রকিবুলের পর নাঈমও ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু নব্বইয়ের ঘরে যাওয়ার পর ভাগ্য সহায় হয়নি তার। ৪৫তম ওভারের চতুর্থ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন নাহিদুল ইসলামের হাতে। ১০৯ বলে ৬টি চার ও ৪টি ছয়ে ৯১ রান আসে তার ব্যাট থেকে। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ৯১ বলে।
চলতি মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন নাঈম। তবে প্রতিবারই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আগের দুই ম্যাচেও ৯০ এর ঘরে গিয়ে আউট হন নাঈম। প্রথম রাউন্ডে ৯২ ও পরের রাউন্ডে ফেরেন ৯৫ রান করে। আজ আউট হলেন ৯১ রানে।
বিজ্ঞাপন
টিআইএস/এটি