ডারবান টেস্ট দেখতে মাঠে উপস্থিত দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ভার্নন ফিল্যান্ডার তো বলেই ফেললেন, ‘জয় অনেক মেধাবী। কঠিন কন্ডিশন, অনেক ব্যাটসম্যান সাজঘরে, এমন পরিস্থিতিতে দৃঢ় মানসিকতার পরিচয় দিচ্ছে। সে বিস্ময়কর প্রতিভা। এখন মাত্র ২১ বছর বয়স, আমি মনে করি তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’

স্বাভাবিকভাবেই, জয় প্রতিকূল কন্ডিশনে দেশের বাইরে যে একাগ্রচিত্তে ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন, তাতে এমন প্রশংসা মোটেও বাড়াবাড়ি নয়। ডারবানে ব্যাট হাতে ধৈর্যের বড় পরীক্ষা দিয়ে চলেছেন জয়। শতক হাঁকিয়ে এর উত্তম প্রতিদানই পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান, উপকৃত হচ্ছে তার দল। দুর্দান্ত ব্যাটিংয়ে করা জয়ের অনবদ্য সেঞ্চুরিতে খাদের কিনারায় দাঁড়িয়ে লড়ছে বাংলাদেশ দল, প্রথম ইনিংসে ব্যবধান কমাচ্ছে প্রোটিয়াদের সঙ্গে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩৬৭ রানে গুটিয়ে দিলেও ব্যাট হাতে স্বস্তিতে নেই মুমিনুল হকের দল। সতীর্থরা যেখানে আসাযাওয়াও মিছিলে ব্যস্ত, সেখানে ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন জয়। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। জয়ের ১০৬ রানের সঙ্গে মেহেদী হাসান মিরাজের ২৪ রানের কল্যাণে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৫৭ রান তুলে চা বিরতিতে গেছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে পিছিয়ে ১১০ রানে।

৯৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনে শঙ্কা ছিল ফলোঅন এড়ানো নিয়েই। তবে সে সব শঙ্কা উবে যায় জয় আর লিটস দাসের ব্যাটে। আজ ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করে টাইগাররা। জয় ৮০ এবং লিটন ৪১ রান দিয়ে দিনের দ্বিতীয় সেশনে আবার ব্যাট করতে নামেন। তবে বিরতি কাটিয়ে ফিরে ছন্দ হারান লিটন। পেসার লিজাড উইলিয়ামসের বলে বোল্ড হন তিনি।

পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন এই উইকেটরক্ষক ব‍্যাটসম‍্যান। ঠিক মতো পারেননি। ব‍্যাটের কানা ছুঁয়ে প‍্যাডে লেগে বল আঘাত হানে স্টাম্পে। ৯২ বলে ৬ চারে ৪১ রান করেন লিটন। এরপর নতুন ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বিকে নিয়ে নতুন জুটির গড়েন জয়। কিন্তু দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন রাব্বি। 

ডুয়ানে অলিভিয়েরের বল মিড উইকেটে পাঠিয়ে ছোটেন জয়। শুরুতে চেয়েছিলেন ২ রান নিতে তবে সেটি সম্ভব নয় বুঝতে পেরে রাব্বিকে ফিরিয়ে দেন তিনি। তবে ততক্ষণে অনেক দূর চলে আসা রাব্বি আর ফেরার পথ ছিল না। ফিল্ডারের বাজে থ্রোর পরও তাই রান আউটে কাটা পড়ে ফিরতে হলো রাব্বিকে। ফেরার আগে ৫৩ বলে জয়ের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন ইয়াসির। যেখানে তার অবদান দুই চারে ৩৭ বলে ২২ রান।

এরপর দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করা জয় মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। জয়ের ১০৬ রানের সঙ্গে মেহেদী হাসান মিরাজের ২৪ রানের কল্যাণে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৫৭ রান তুলে চা বিরতিতে গেছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে পিছিয়ে ১১০ রানে।

টিআইএস/এটি