ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুমে বাংলাদেশি কোনও ক্রিকেটারের খেলার সুযোগ হয়নি। আইপিএলের আসন্ন মৌসুমে খেলতে আগ্রহ প্রকাশ করা খেলোয়াড়দের মধ্যে চারজনের নাম প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানের সঙ্গে নিলামে উঠবেন মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আইপিএল নিলামের জন্য খেলোয়াড়দের নাম নিবন্ধনের সবশেষ সময়সীমা ছিল গত  ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই প্রক্রিয়া শেষে এবার নিবন্ধন করা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে ৪ ক্রিকেটারের নাম প্রকাশের পাশাপাশি তাদের ভিত্তিমূল্যও প্রকাশ করেছে বিসিসিআই। 

বাংলাদেশি ৪ ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব। তার ভিত্তিমূল্য ২ কোটি রূপি। আলাদা আলাদা ক্যাটিগরিতে থাকা মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রূপি। এছাড়াও মাহমুদউল্লাহ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রূপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে আইপিএলের ১৪তম আসরের নিলাম। যেখানে ভারতের স্থানীয় ও বিদেশি মিলিয়ে সর্বমোট ২৯২ জন ক্রিকেটারকে নিলামের জন্য চূড়ান্ত করেছে বিসিসিআই। তবে পূর্ণাঙ্গ নিলাম না হওয়ায় তালিকার থাকা ক্রিকেটারদের বড় অংশই দল পাবেন না। যদি প্রতি দলে ২৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়, তাহলে নিলাম থেকে দল পাবেন সর্বসাকুল্য ৬১ জন ক্রিকেটার।

টিআইএস/এটি