ছবি : বিসিবি/রতন গোমেজ

আগের টেস্টের দুঃস্বপ্ন, একাদশ নিয়ে সমালোচনা, নিজেদের সামর্থ্য নিয়ে সংশয়। সবকিছুর জবাব দেওয়ার মঞ্চ হিসেবে মিরপুর টেস্টে উইন্ডিজদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান এ টেস্টের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

মুশফিক-মিঠুনে আশার আলো

প্রথম ইনিংসে ৪০৯ রানের বড় সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ১১ রানেই বাংলাদেশ হারিয়েছিল ‍দুই উইকেট, ৭১ রানে নেই চারটি। বাংলাদেশ ছিল বিপদে। আছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনশেষেও। চার উইকেট হারিয়ে ১০৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ। মুশফিক ৬১ বলে ২৭ ও মিঠুন আলি ৬১ বলে ৬ রান করে অপরাজিত আছেন।

মুমিনুলের পর আউট তামিমও

১১ রানেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে বাংলাদেশ পড়েছিল বেশ বিপদে। তামিম ইকবাল ও মুমিনুল হক এরপর আশার আলো দেখাচ্ছিলেন বাংলাদেশকে। কিন্তু দুই রানের ব্যবধানে ফিরে গেছেন দুজন। ৪ চারে ৩৯ বলে ২১ রান করে মুমিনুল ও ছয় চার ও এক ছক্কায় ৫২ বলে ৪৪ রান করে আউট হয়েছেন তামিম।

মুমিনুল-তামিমের ব্যাটে আশার আলো খুঁজছে বাংলাদেশ

শুরুতেই নেই দুই উইকেট। সামনে ৪০৯ রানের ব্ড় লিড। এমন অবস্থায় বেশ বিপদেই পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে টাইগারদের উদ্ধার করেছেন অধিনায়ক মুমিনুল হক ও তামিম ইকবাল। ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে বাংলাদেশ। তামিম ৩১ ও মুমিনুল অপরাজিত আছেন ১৭ রানে।

শুরুতেই নেই দুই উইকেট

প্রথম ইনিংসে সামনে পাহাড়সম লিড। বাংলাদেশের ব্যাটসম্যানরা কোথায় ছুঁটবেন বড় ইনিংসের পথে। উল্টো ইনিংসের শুরুতেই ফিরে গেছেন দুই ব্যাটসম্যান। দলীয় ১ রানের সময় ডাক মেরে সাজঘরে ফেরত যান সৌম্য সরকার। এরপর ২ বলে ৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত।

অলআউট উইন্ডিজ

অবশেষে উইন্ডিজদের থামাল বাংলাদেশ। সফরকারীদের তিন ব্যাটসম্যান সেঞ্চুরির আশেপাশে গেলেও শেষ পর্যন্ত কেউই ছুঁতে পারেননি সেটা। তাদের ৪০৯ রানে অলআউট করেছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে চারটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরি।

রাহী ফেরালেন ওয়ারিক্যানকেও

আগের ওভারেই ফিরিয়েছিলেন আলজারি জোসেফকে। এবার রাহীর শিকার জোমেল ওয়ারিক্যান। রাহীর অফ স্ট্যাম্পের বাইরে করা ফুলার লেন্থের বলটা তাড়া করতে গিয়ে উইকেটরক্ষক লিটনের হাতে ক্যাচ দেন ওয়ারিক্যান।

উইন্ডিজ ৩৯৮-৯

বাংলাদেশের জোড়া আঘাত

উইকেটে রীতিমতো শিকড় গেঁড়ে বসা দুই ব্যাটসম্যান জশুয়া আর আলজারিকে পরপর দুই ওভারে ফেরাল বাংলাদেশ। তাইজুলের বলে বোল্ড হয়ে আগের ওভারে ব্যক্তিগত ৯২ রানে ফেরেন ফেরেন জশুয়া। আর পরের ওভারেই রাহীর বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন আলজারি।

উইন্ডিজ ৩৯৬-৪

জোসেফের ফিফটি, সাড়ে তিনশ পার উইন্ডিজের

চট্টগ্রাম টেস্টে ছিলেন না। কেমার রোচের পরিবর্তে ঢাকা টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন আলজারি জোসেফ। প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমেই আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় সেশনের শুরুতে ৮৬ বলে পঞ্চাশ রানের কোটা পূরণ করেন তিনি। একই সঙ্গে উইন্ডিজের দলীয় সংগ্রহ ছাড়ায় সাড়ে তিনশ রান।

উইন্ডিজ: ৩৫৪-৬

অস্বস্তি নিয়ে প্রথম সেশন পার বাংলাদেশের

ঢাকা টেস্টের একাদশে ৩ জন স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ। সাথে পেসার আছেন একজন। তবুও ঘরের মাঠের ফায়দা তুলতে পারছে না টাইগার বোলাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে তাইজুল-মিরাজদের দর্শক বানিয়ে দাপুটে ব্যাটিং ক্যারিবীয়দের। খেই হারিয়ে অস্বস্তি নিয়ে প্রথম সেশন পার করলো বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ সফরকারীদের হাতে।

উইন্ডিজ: ৩২৫-৬

তিনশ ছাড়িয়েছে উইন্ডিজের সংগ্রহ

ঢাকা টেস্টের স্পিন সহায়ক উইকেটে রাজত্ব চালাচ্ছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ৫ উইকেট হারিয়ে ২২৩ রানে প্রথম দিনের খেলা শেষ করা উইন্ডিজ শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে বোনারের উইকেট হারিয়ে দলীয় রান তিনশোর কোটা পূরণ করেছে। সেই রান আরও বাড়িয়ে নিচ্ছেন অপরাজিত দুই ব্যাটসম্যান ডি সিলভা ও জোসেফ।

উইন্ডিজ: ৩০৯-৬

অর্ধশতক তুলে নিয়েছেন ডি সিলভা

ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে রান পেয়েছেন জশুয়া ডি সিলভা। তবে আক্ষেপ ছিল একটি অর্ধশতকের। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেই মাইলফক স্পর্শ করেছেন তিনি। ৮৬ বলে অর্ধশতক পূর্ণ করা জশুয়ার ব্যাটে স্কোর বোর্ডের সংগ্রহ বড় করছে উইন্ডিজ।

উইন্ডিজ: ২৮৭-৬

বোনারকে আক্ষেপে পুড়িয়ে ফেরালেন মিরাজ

বাংলাদেশ দলের গলার গাটা হয়ে বিঁধেছিল বোনারের উইকেট। দ্বিতীয় দিনের শুরুতেই তুলে নেওয়া গেল সেটি। ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগুচ্ছিলেন বোনার। তবে ব্যক্তিগত ৯০ রানের সময় মিরাজের নেন্থ বল খোঁচা দিতে গেলে লেগ স্লিপে মিঠুনের হাতে ধরা পড়েন তিনি।

উইন্ডিজ: ২৬৬-৬

দ্বিতীয় দিনের শুরুতে আগ্রাসী উইন্ডিজ

ঢাকা টেস্টের প্রথম দিনে ২২৩ রানে ৫ উইকেট হারানো উইন্ডিজ শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। এদিন শুরু থেকেই আগ্রাসী ক্যারিবীয় দুই ব্যাটসম্যান বোনার ও জশুয়া ডি সিলভা। বোনার আছেন ৮৭ রান নিয়ে, সিলভার সংগ্রহ ৪১ রান।

উইন্ডিজ: ২৫৫-৫