স্কুল ক্রিকেট : দুই সেঞ্চুরির দিনে দিদারের ৭ উইকেট
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে আজ (শনিবার) ব্যাট হাতে ব্যক্তিগত সেঞ্চুরি করেছেন ঝিনাইদহ কাঞ্চননগর স্কুলের আল আমিন মণ্ডল ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিম চাকমা। একই দিনে বল হাতে দাপট দেখিয়েছেন ময়মনসিংহ পুলিশ লাইন হাই স্কুলের দিদার। আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের বিপক্ষে খেলতে নেমে মাত্র ২১ রান দিয়েই একাই নেন ৭ উইকেট।
আল আমিন মণ্ডলের ১১৩ বলে ১২৬ রানের ইনিংসের কল্যাণে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৩ রান করে কাঞ্চননগর স্কুল। ১৭ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কায় সমৃদ্ধ ছিল তার ইনিংস। মহেশপুর স্কুলকে ১০২ রানে অলআউট করে ২২১ রানের বিশাল জয় তুলে নেয় আল আমিন মণ্ডলের দল। ম্যাচ সেরা হয়েছেন আল আমিন।
বিজ্ঞাপন
খাগড়াছড়ি টিউফা আইডিয়াল স্কুলের বিপক্ষে খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিম চাকমা ১২৯ বলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০০ রান করেন। তার ইনিংসের কল্যাণে ২২৮ রানের সংগ্রহ পায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। জবাবে ২১০ রানে অলআউট হয় টিউফা আইডিয়াল স্কুল। ১৮ রানে জয় পাওয়া ম্যাচে পরিম ম্যাচ সেরা হন
একই দিনে বল হাতে রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন ময়মনসিংহ পুলিশ লাইন হাই স্কুলের দিদার। আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের বিপক্ষে ২১ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। সুবাদে তার দল পুলিশ লাইন স্কুল ৫৫ রানে ম্যাচ জিতেছে।
বিজ্ঞাপন
এদিকে চাঁদপুর আল আমিন একাডেমির রাফিদ ৩৩ রানে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষ বাবুরহাট উচ্চ বিদ্যালয়কে ১১১ রানে অলআউট করেন। প্রথমে ব্যাট করে ১৯৪ রান তোলা আল আমিন একাডেমি ৮২ রানে জয় লাভ করে।
পঞ্চগড় জেলার ম্যাচে শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের লেফট আর্ম অর্থোডক্স তাহসিনুল মুরাদ শান্ত বি পি সরকারি হাই স্কুলের বিপক্ষে ২২ রানে ৬ উইকেট নিয়েছেন। ম্যাচে তার দল ২ উইকেট জিতেছে।
এছাড়া এদিন ৫ উইকেট করে নিয়েছেন জয়পুরহাট কে জি এন্ড হাই স্কুলের সাকিব, খাগড়াছড়ি টিউফা আইডিয়াল স্কুলের রিয়াজুল, বরিশাল জিলা স্কুলের মোহাম্মদ অহিম, বাগেরহাট কলেজিয়েট স্কুলের চাঁন। কুমিল্লা জেলার এক ম্যাচেই ৫ উইকেট করে নিয়েছেন অমি ও তামিম। কালেক্টরেট স্কুলের অমি মাত্র ১৪ রানে ৫ উইকেট নেন। এ্যাথনিকা স্কুলের তামিম প্রতিপক্ষের পতন হওয়া ৬ উইকেটের ৫টি নিয়েছেন।
টিআইএস